এইদিন ওয়েবডেস্ক,লিবিয়া,২৯ আগস্ট : ইসরায়েলের বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক করায় ইতিমধ্যেই লিবিয়ার বিদেশমন্ত্রী নাজলা আল- মাঙ্গুশকে বরখাস্ত করা হয়েছে। তাতেও রেহাই পাননি নাজলা । ফিলিস্তিনি পন্থী লিবিয়ার ইসলামি কট্টরপন্থীদের হামলার আশঙ্কা থেকেই গিয়েছিল । যেকোনো সময় তাঁর উপর প্রাণঘাতী হামলা হতে পারত বলে আশঙ্কা করা হচ্ছিল । তাই কট্টরপন্থীদের হাত থেকে প্রাণ বাঁচাতে দেশ ছেড়ে পালিয়ে গেলেন নাজলা আল-মাঙ্গুশ । বর্তমানে তিনি তুরস্কে আশ্রয় নিয়েছেন বলে শোনা যাচ্ছে ।
ফিলিস্তিনি ইস্যুর কারনে ইসরায়েলের সঙ্গে লিবিয়ার কোনো কূটনৈতিক সম্পর্ক নেই । ফিলিস্তিনি অধিকারের কট্টর সমর্থক লিবিয়া কখনই ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি । এই পরিস্থিতিতে ইতালির রাজধানী রোমে ইসরায়েলের বিদেশমন্ত্রী এলি কোয়েনের সঙ্গে একটি বৈঠক করেন লিবিয়ার বিদেশমন্ত্রী নাজলা আল-মাঙ্গুশ । লিবিয়ার বিদেশমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর উৎফুল্ল প্রতিক্রিয়া দিয়েছিলেন ইসরায়েলি বিদেশমন্ত্রী । আর তারপরেই লিবিয়ার ইসলামি কট্টরপন্থীরা তেলেবেগুনে জ্বলে ওঠে । দেশ জুড়ে হিংসাত্মক বিক্ষোভ শুরু করে কট্টরপন্থীদের দল । শেষে চাপে পড়ে নাজলা আল-মাঙ্গুশকে সাময়িকভাবে বরখাস্ত করা হয় । কিন্তু তাতেও কট্টরপন্থীদের ক্ষোভ প্রশমিত হয়নি । তারা নিজের দেশের বিদেশমন্ত্রীর উপর হামলার পরিকল্পনা করেছিল বলে সূত্রের খবর । শেষে তুরস্কে পালিয়ে গিয়ে নিজের প্রাণ বাঁচাতে সক্ষম হন লিবিয়ার মহিলা বিদেশ মন্ত্রী ।।