চাঁদের দেশে পৌঁছে গেছে
ভারতের চন্দ্রযান
আর কেউ কি চাঁদের মত
প্রিয়ার মুখ চান?
এবড়োখেবড়ো খানাখন্দ
থাকে যদি সেই মুখে–
আদর করে ডাকবে কি কাছে?
রাখবে কি তাকে সুখে?
তোমরা যারা রূপটাই খোঁজ,
তার গুণটা দেখো না–
ভাগ্যের বিড়ম্বনাতেই তাই
সুখ খুঁজে পাও না।
চাঁদের হাজার কলঙ্ক থাক
সেটা তো তার নিজের,
আলো দিতে কার্পণ্য করে না
সেটাই আসলে কাজের।
নিজের আলো নাইবা থাকল
সূর্যের থেকে নিয়ে দেয়,
রাখে না কিছুই নিজের কাছে
সবটাই বিলিয়ে দেয়।
কাছে গেলে তার গর্তগুলো
যদি বা দেখা যায়,
তবুও তার ঔজ্জ্বল্যের কাছে
আলোরা হেরে যায়।
তাইতো বলি আর দেখো না
দেখতে কে কেমন–
ওরে গুণবতীর গুণের কদর
এবার তো কর রে মন।