এইদিন ওয়েবডেস্ক,বালি,২৯ আগস্ট : ইন্দোনেশিয়ার দক্ষিণে অবস্থিত বালি দ্বীপে ৭.১ মাত্রার ভূমিকম্পের ঘটনা ঘটেছে । সোমবার রাতে সংঘটিত এই ভূমিকম্পের কেন্দ্র ছিল মাতারাম থেকে ২০১ কিলোমিটার উত্তরে এবং ৫১৮ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের পর এই এলাকার বাসিন্দারা আতঙ্কে নিজেদের ঘরবাড়ি ছেড়ে বাইরে বেড়িয়ে আসে । এখন পর্যন্ত এই ঘটনায় হতাহতের ও ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি ।
অতীতে ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের পরে সুনামির সতর্কতা ঘোষণা করা হয়েছিল, তবে দেশটির কর্তৃপক্ষ এখনও এই ভূমিকম্পের কারণে সুনামি নিয়ে সতর্কতা জারি করেনি । প্রসঙ্গত,ভৌগোলিক অবস্থানের কারণে, ইন্দোনেশিয়া সময়ে সময়ে ভূমিকম্প এবং মারাত্মক সামুদ্রিক ঝড়ের সাক্ষী হয়েছে। গত বছর এই দেশের চিয়ানজুর অঞ্চলে ৫.৬-মাত্রার ভূমিকম্পে ১৬২ জনের মৃত্যু এবং কমপক্ষে ৩২৬ জন আহত হয়েছিল ।।