প্রেমিক কে জিজ্ঞেস করো ভালোবাসা কি?
উত্তরে বলবে, ভালোবাসলে এমনভাবে ভালোবাস,
তাকে পাই, আর না পাই , ভালোবাসা সারাজীবন মনে রাখে,সুখী থাকে,
বিরহে তো ভালোবাসার আত্মতৃপ্তি , একাকীত্বে।।
অনাথ শিশুকে জিজ্ঞাসা কোরো বাবা মা কথা!
সে হয়তো কাঁদবে, ফুটপাত তার ঘর, ছেঁড়া জামা কাপড় ,
খিদের জ্বালায় হয়তো হাত পাতবে তোমার কাছে!
কটা টাকা দিলেই কি আর তার সমস্যা মিটবে, মনে হয়?
ধর্ষিতা নারীকে জিজ্ঞেস কোরো, ভালোবাসা কি?
অসহনীয় যন্ত্রণা ফুটে উঠবে তাঁর চোখে মুখে!
ভালোবাসার নামে তার সম্মান লুণ্ঠিত প্রেমিকের হাতে,
কলঙ্কিনী,সমাজের প্রশ্নবানে জর্জরিত, কটাক্ষ হয়ে।।
শিক্ষিত বেকারকে জিজ্ঞেস করো, জীবিকা কি?
জীবন অতিষ্ট, চাকরি নেই, থাকলেও ঘুষের টাকা নেই,
কাকে বিশ্বাস করবে? স্বপ্ন দেখিয়ে প্রেমিকাও অন্যের ঘরণী,
ভেঙে গুঁড়িয়ে যায় স্বপ্ন, ধর্ণা, লাঠি, প্রতিবাদ রাস্তায়।।
শ্রমজীবী মানুষ কে জিজ্ঞেস করো জীবন কি?
সকাল থেকে সন্ধ্যা হাড় ভাঙ্গা খাটুনি, সামান্য রোজগারের টাকায় নেশা করে,
সংসারে নুন আনতে পান্তাফুরোয় দুর্মূল্যের বাজারে
টালির ছাদের নিচে, ছোট্ট ছেলেটা লেখাপড়া করছে।
অসহায় বৃদ্ধ পিতা-মাতাকে জিজ্ঞেস করো, সন্তান কি?
হয়তো রাগে ঘৃণায় মুখ ফিরিয়ে নেবে, কয়েক ফোঁটা চোখের জলে,
ভেসে উঠবে অতীতের সব ঘটনা, সন্তান স্নেহে,
বৃদ্ধাবাস, ওটাই বর্তমান ঠিকানা, প্রিয়জনরা সাথে থাকে ।।
গরিব বাচ্চারা অঙ্গনওয়ারী স্কুলে যাচ্ছে, ডিমভাত খাচ্ছে,
প্লে স্কুলে ভর্তি হওয়ার টাকা নেই,
পুষ্টিও হয়তো হচ্ছে, কিন্তু পড়াশোনা?
যে দেশে স্কুলে খাবার দিয়ে ছাত্র আনতে হয়,
উন্নয়ন শীল দেশের তকমায় দেশ,
লুঠতো রাজ, কেলেঙ্কারির রেষারেষি ।।
অপ্রিয় সত্য কথা বলতে গেলে সাহস লাগে,
সেটা সবার নেই , মেরুদন্ড বিকিয়ে গেছে, সরীসৃপের মত!
মান অপমান বিবেক মনুষ্যত্ব যার নেই, কি শেখাবে তাকে?
শিক্ষিত ,ভদ্র পোশাক পরলেই কি আর সবাই মানুষ হয়?