এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),২৭ আগস্ট : পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পানোয়া গ্রাম থেকে মুর্শিদাবাদ জেলার ভরতপুর থেকে নিখোঁজ হয়ে যাওয়া বধূকে উদ্ধার করল পুলিশ । পরে ওই মহিলাকে তুলে দেওয়া হয় পরিবারের হাতে । পুলিশ ও পরিবার সূত্রে খবর,কোনো বিষয় নিয়ে সৌদি প্রবাসী স্বামীর সঙ্গে ফোনে বচসা হয় ওই মহিলার । তারপর রাগ করে কাউকে কিছু না জানিয়ে গত গত বৃহস্পতিবার তিনি বাড়ি থেকে পালিয়ে আসেন । প্রথমে ভাতার থানার রাজিপুর গ্রামের এক মহিলার বাড়িতে যান । পরে সেখান থেকে পানোয়া গ্রামে চলে যান ওই বধূ । বধূর দাদা জানিয়েছেন,শুক্রবার একটি অচেনা নম্বর থেকে তিনি ফোন পেয়েছিলেন । তখনই তারা জানতে পারেন তার বোন ভাতার থানার রাজিপুর গ্রামে এক মহিলার কাছে আছে । এরপর তারা ভাতার থানার পুলিশের দ্বারস্থ হন ।
জানা গেছে, পুলিশ প্রথমে রাজিপুর গ্রামে ওই মহিলার সাথে কথা বলে । কিন্তু মহিলার কাছ থেকে পুলিশ জানতে পারে মূর্শিদাবাদের ওই বধূ পানোয়া গ্রামে রয়েছে । আজ রবিবার পানোয়া গ্রাম থেকে বধূকে উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ । পরে তাকে পরিবারের হাতে তুলে দেওয়া হয় । জানা গেছে,বছর তেত্রিশের ওই বধূর বাড়ি ভরতপুর থানার আসানপুর গ্রামে । বধূর স্বামী সৌদি আরবে শ্রমিকের কাজ করেন । তাদের ৩ মেয়ে । তার মধ্যে দুই মেয়ের বিয়ে হয়ে গেছে । ছোট মেয়ে নবম শ্রেণীর ছাত্রী । বধূ জানিয়েছেন,রাজিপুর গ্রামের ওই মহিলার সাথে একটা মেলায় পরিচয় হয়েছিল তার । সেই সূত্রে তার ভাতারে আসা ।।