অক্ষরে অনুভবে চিন্তা চেতনা বন্দী ডাইরির পাতায়,
অব্যক্ত প্রেম, ব্যর্থ প্রেমিক /প্রেমিকা কি কখনো হারিয়ে যায়?
স্বপ্নে শয়নে জাগরণে দিন রাতের ফারাক খুঁজি,
আকাশের নীলিমায়, রামধনুর রঙে, দেখি তোমার প্রতিচ্ছবি।।
পীতাম্বরী চোখের গভীরে আজও কি আছি আমি!
চোখ থেকে হৃদয়ের দরজা এখনো খোলা রাখি।
আবেগ, অনুভূতি কখনো শব্দে প্রকাশ হয়না, জানি!
বিবাগী মন, মানে না মানা, আশায় এখনো বুক বাঁধি।।
গোধূলির আলোয় প্রকৃতিও যেন রাঙা নববধূ!
প্রজাপতি আরো রঙিন লাগে, ঝিঁঝিঁর উল্লাস শুধু!
জ্যোৎস্না রাতের আলিঙ্গনে আবদ্ধ দুটি শরীর একটি মন!
ভালোবাসা কি কেবল শরীর জুড়েই? আত্মার তৃপ্তি হয় কখন?