এইদিন ওয়েবডেস্ক,মৌ(উত্তরপ্রদেশ),২৭ আগস্ট : সোশ্যাল মিডিয়ায় আপাদমস্তক বোরখা পরা কিছু মহিলাদের ইসলামি গানের তালে নাচের ভিডিও ভাইরাল হয়েছে । ওই গানে অমুসলিমদের ‘নপুংসক’ ও ‘কুকুর’ এর সাথে তুলনা করায় বিতর্কের সৃষ্টি হয়েছে । গানটি বোরখা প্রথার সমর্থন করে বলা হয়েছে,’ইসলামে মহিলাদের চেনার একমাত্র প্রমান হল পর্দা । উচ্ছন্নে যাক এমন শিক্ষা,এমন তালিম, যা ইসলামকে নিশানা করে ।’
ভিডিওটি স্বরাজ্য সাংবাদিক স্বাতী গয়াল শর্মা সামাজিক মাধ্যম “এক্স”-এ শেয়ার করে লিখেছেন, ‘ধর্মীয় সংখ্যালঘু প্রতিষ্ঠানে যে মগজ ধোলাই ও উগ্রপন্থা চলছে তার এক ঝলক । মাথা থেকে পা পর্যন্ত বোরকায় ঢেকে থাকা মহিলারা নেচে নেচে তাদের ধর্মীয় বিশ্বাসকে মহিমান্বিত করছেন, যখন অবিশ্বাসীদের ‘নপুংসক’ ও ‘কুকুর’ বলে অভিশাপ দিচ্ছেন এবং তাদের শত্রু হিসাবে ঘোষণা করছেন। তারা বলছে যে পর্দা প্রথার অবসান ঘটিয়ে কেউ ইসলামকে শেষ করার চেষ্টা করছে । ভিডিওটি ইউপির মৌ (Mau)জেলার তালিমুদ্দিন নিসওয়ান মহিলা ডিগ্রি কলেজের (Talimuddin Niswan Women Degree College)। গানের সুর ক্যাটরিনা কাইফের কমলি থেকে চুরি করা হয়েছে, যার মূল উৎস আমি জানি না ।’
তথ্য অনুসারে, এই ভিডিওটি ১৫ আগস্ট অনুষ্ঠিত স্বাধীনতা দিবস উদযাপনের সময়, যেখানে মুসলিম সম্প্রদায়ের ছাত্রীরা বিতর্কিত ওই ধর্মভিত্তিক গানে নাচছিল। ‘হিন্দু জাগরণ মঞ্চ’-এর জেলা সভাপতি অতুল রাই এই বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন, যার পরে পুলিশ কলেজের ম্যানেজার ও অধ্যক্ষ এবং অন্যদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বলে জানা গেছে । এই বিষয়ে কলেজের প্রধান শিক্ষিকা ডঃ রাফাত পারভীন উলটে গান নিয়ে প্রশ্ন তোলা ব্যক্তিরা আদপেই গানের মর্মার্থ বুঝতে পেরেছেন কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ।।