এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৬ আগস্ট : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি ক্যামেরা বসানোর ঘোর বিরোধী বামপন্থী ছাত্র সংগঠনগুলি । শুধু ছাত্র সংগঠনই নয়,বরঞ্চ বামপন্থী মানসিকতার শিক্ষকরাও বিশ্ববিদ্যালয় চত্বরে সিসিটিভি ক্যামেরা বসানোর বিরুদ্ধে । কিন্তু প্রশ্ন উঠছে, সিসিটিভি ক্যামেরা বসানোর বিরুদ্ধে কেন এত সরব হচ্ছে বামপন্থীরা ? তার উত্তর পাওয়া গেল আজ শনিবার । যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরে ওপেন এয়ার থিয়েটার পরিষ্কার করতে গিয়ে সাফাইকর্মীরা বস্তা বস্তা মদের খালি বোতল উদ্ধার করেছে বলে জানা গেছে । সাফাইকর্মীরা জানিয়েছেন যে এর আগেও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও মেইন হস্টেলে প্রচুর মদের বোতল উদ্ধার হয়েছে । এখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মদ ও মাদক সেবনের আখড়ায় পরিনত করায় বামপন্থীদের মানসিক নিয়ে প্রশ্ন উঠছে ।
যাই হোক ‘র্যাগিং’-এর জেরে ছাত্রমৃত্যুর ঘটনার পর কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের ১০ টি জায়গায় আপাতত ২৬ টি সিসিটিভি ক্যামেরা বসানো হবে । ইতিমধ্যে সিসিটিভি ক্যামেরার অর্ডারও দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে সমাজের বিভিন্ন স্তরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ । জানা যাচ্ছে যে বৃহস্পতিবার রাজভবনে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক করেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস । তখনই বিশ্ববিদ্যালয়ে কেন সিসিটিভি ক্যামেরা বসানো হয়নি তা নিয়ে প্রশ্ন তোলেন রাজ্যপাল । অবশেষে যাদবপুরের নতুন অন্তর্বর্তিকালীন উপাচার্য বুদ্ধদেব সাউ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও হস্টেলে সিসিটিভি ক্যামেরার আওতায় আনার সিদ্ধান্ত নেন ।।