এইদিন ওয়েবডেস্ক,কাবুল,২৬ আগস্ট : চন্দ্রযান ৩ মিশনের সাফলে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ইসরোর মহিলা বিজ্ঞানীরা । যেকারণে ভারতের নারী শক্তির ভূয়সী প্রশংসা করেছেন প্রাক্তন আফগান রাষ্ট্রপতি হামিদ কারজাই । তিনি সন্ত্রাসবাদী শাসক তালিবানকে কটাক্ষ করে বলেছেন, চন্দ্রযান ৩ প্রকল্পটিকে নারী শিক্ষার প্রতি ভারতের মনোযোগের ফল । শুক্রবার এক্স সোশ্যাল নেটওয়ার্কে এক পোস্টে হামিদ কারজাই এই বিষয়ে নিজের মতামত প্রকাশ করেছেন ।
হামিদ কারজাই বলেন,’চন্দ্রযান-৩ এর নেতৃত্বে ছিলেন রিতু শ্রীবাস্তব,একজন ভারতীয় মহিলা বিজ্ঞানী,যিনি চাঁদের পৃষ্ঠে মহাকাশ রকেট সফলভাবে অবতরণ করেছিলেন । শিক্ষা এবং বিজ্ঞানের প্রতি মনোযোগ দেওয়ার কারণে ভারতের উন্নয়ন হয়েছে এবং আমাদের দেশের উন্নয়নের একমাত্র উপায় হল বিজ্ঞানকে অগ্রাধিকার দেওয়া।’ তিনি আবারও তালিবানদের দেশের উন্নয়নের জন্য বিজ্ঞানের প্রতি বিশেষ মনোযোগ দিতে এবং যত তাড়াতাড়ি সম্ভব মেয়েদের জন্য স্কুল ও বিশ্ববিদ্যালয়ের দরজা খুলে দিতে বলেছেন ।
ভারতের চন্দ্রযান-৩ মহাকাশ যান সফলভাবে ২৩ আগস্ট বুধবার চাঁদের পৃষ্ঠে অবতরণ করেছে এবং চন্দ্রপৃষ্ঠে অবতরণ করা বিশ্বের চতুর্থ দেশ হয়ে উঠেছে ভারত । চন্দ্রপৃষ্ঠের দক্ষিণ মেরুতে অবতরণ করা ভারত বিশ্বের প্রথম দেশ । পুরো মিশনে ভারতের মহিলা বিজ্ঞানীদের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা । এদিকে সন্ত্রাসী সংগঠন তালিবান আফগানিস্তানে ফিরে আসার পর থেকেই মেয়েদের জন্য স্কুল ও বিশ্ববিদ্যালয়ের দরজা বন্ধ করে দিয়েছে । সেই কারনে ভারতের নারী শক্তির দৃষ্টান্ত দিয়ে আফগান মেয়েদের শিক্ষার অধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রাক্তন আফগান রাষ্ট্রপতি ।।