এইদিন ওয়েবডেস্ক,মস্কো,২৫ আগস্ট : ভারতে অনুষ্ঠিত হতে চলা জি-২০ শীর্ষ সম্মেলনে সশরীরে যোগ দেবেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের জন্য যুদ্ধাপরাধের অভিযোগে পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) । যেকারণে ব্রিকস সম্মেলনেও যোগ দেননি পুতিন, অবশ্য ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি বক্তব্য রেখেছিলেন । বলা হচ্ছে যে একই কারনে জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে তিনি ভারতেও আসবেন না ।
আজ শুক্রবার (২৫ আগস্ট ২০২৩) ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়েছে, ভারতে অনুষ্ঠিত হতে চলা জি-২০ শীর্ষ সম্মেলনেও সশরীরে যোগ দেয়ার পরিকল্পনা নেই প্রেসিডেন্ট পুতিনের। তবে এটা স্পষ্ট যে সশরীরে যোগ না দিলেও ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেবেন তিনি ।
আগামী ৮ থেকে ১০ সেপ্টেম্বর জি-২০ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে নয়াদিল্লিতে । মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ বিভিন্ন শীর্ষ নেতাদের সম্মেলনে উপস্থিত থাকার কথা রয়েছে । বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাদের নিরাপত্তার স্বার্থে নেওয়া হয়েছে বেশ কিছু পদক্ষেপ । তার মধ্যে ৯ ও ১০ সেপ্টেম্বর স্কুলগুলিতে ছুটি ঘোষণা করেছে কেন্দ্র সরকার । এর সঙ্গে অতিরিক্ত ৮ সেপ্টেম্বরও ছুটি ঘোষণা করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল । ওই তিন দিন রাজধানীর সব সরকারি–বেসরকারি স্কুল–কলেজ, অফিস কাছারি, ব্যাঙ্ক ও যাবতীয় আর্থিক প্রতিষ্ঠান বন্ধ রাখা হবে। দিল্লি বিমানবন্দর থেকে শহরে যাতায়াতের প্রতিটি রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে । অতিথিদের থাকার জন্য দিল্লির একাধিক বিলাসবহুল হোটেল ভাড়া করা হয়েছে ।।
জি-২০ গ্রুপের সদস্য দেশগুলো হল ভারত, রাশিয়া, ব্রিটেন, আমেরিক, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, মেক্সিকো, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, তুরস্ক ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ১৯৯৯ সালে গঠিত হওয়ার পর জি-২০-এর প্রথম সম্মেলন হয়েছিল যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি শহরে। বিশ্বের মোট জিডিপির ৮৫ শতাংশ, বাণিজ্যের ৭৫ শতাংশ ও জনসংখ্যার দুই-তৃতীয়াংশের প্রতিনিধিত্ব করে জি-২০ ভুক্ত দেশগুলো ।
জি-২০-এর বর্তমান চেয়ার ভারত । আগামী ৮ থেকে ১০ সেপ্টেম্বর জি-২০ জোটের ১৮তম সম্মেলন চলবে নয়াদিল্লিতে । এবারের স্লোগান ‘এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যৎ’ । প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশকেও আমন্ত্রণ জানিয়েছে ভারত ।।