এইদিন ওয়েবডেস্ক,কলম্বো,২৫ আগস্ট : এশিয়া কাপ-২০২৩ আগামী ৩০ আগস্ট থেকে শুরু হবে । হাতে আর মাত্র ৫ দিন ৷ এরই মাঝে শ্রীলঙ্কা থেকে একটা খারাপ খবর এসেছে । রিপোর্ট অনুযায়ী, শ্রীলঙ্কার ২ জন খেলোয়াড় করোনায় আক্রান্ত হয়েছেন । যার মধ্যে রয়েছেন ওপেনার ব্যাটসম্যান আবিষ্কা ফার্নান্দো এবং উইকেটরক্ষক ব্যাটসম্যান কুশল পেরেরা। এই দুই খেলোয়াড়েরই করোনা পরীক্ষা করা হয়েছে এবং পজিটিভ রিপোর্ট এসেছে ।আবিষ্কা ফার্নান্দোও এর আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন । গত বছর শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের মধ্যকার ওয়ানডে সিরিজের আগে তিনি করোনায় আক্রান্ত হন । কুশল পেরেরাও দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হয়েছেন । বছর ২ আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের ঠিক পূর্ব মুহুর্তে তিনি করোনায় আক্রান্ত হন । যদিও শ্রীলঙ্কা এখনও স্কোয়াড ঘোষণা করেনি ।
এশিয়া কাপ টুর্নামেন্ট পাকিস্তান ও নেপালের ম্যাচ দিয়ে শুরু হবে । হাই ভোল্টেজ ম্যাচ অর্থাৎ ভারত বনাম পাকিস্তান খেলা হবে ২ সেপ্টেম্বর । তার আগে শ্রীলঙ্কার দুই খেলোয়াড় করোনা আক্রান্ত হওয়ায় চিন্তা বাড়িয়ে দিয়েছে ।।