দিব্যেন্দু রায়,গুসকরা(পূর্ব বর্ধমান),২৪ আগস্ট : আজ বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার গুসকরা শহরের কেলেটি জে এ বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়ে বিক্ষোভ দেখালেন পড়ুয়াদের অভিভাবকরা । স্কুলে অব্যবস্থা থেকে শুরু করে প্রধান শিক্ষক শেখ সাজাহানের অনিয়মিত স্কুলে আসা নিয়ে একরাশ অভিযোগ তুলেছেন বিক্ষোভকারীরা ৷ বেশ কিছুক্ষণ বিক্ষোভ চলার পর তাঁরা বিভিন্ন দাবি সম্বলিত একটি একটি স্মারকলিপি প্রধানশিক্ষকেরই হাতে তুলে দিয়ে আসেন । যদিও অবিভাবকদের এই অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষক ।
গুসকরা পুরসভার-১ নম্বর ওয়ার্ড এলাকায় রয়েছে কেলেটি জে এ বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক স্কুল । কাঁটাটিকুরি, শ্রীবাটি,ডাঙ্গাল সহ আশপাশের বেশ কয়েকটা গ্রাম মিলে তিন শতাধিক পড়ুয়া রয়েছে স্কুলে । জানা গেছে,স্কুলের পঠনপাঠন,পানীয় জলের অভাব,বেহাল স্কুল ভবন ও খেলার মাঠ নিয়ে এমনিতেই দীর্ঘদিন ক্ষোভ ছিল । তার উপর প্রধান শিক্ষকের অনিয়মিত স্কুলে আসায় চরম ক্ষিপ্ত হয়ে ওঠেন পড়ুয়াদের অবিভাবকরা । এদিন সকালে স্কুল খুলতেই স্কুলের সামনে বেশ কয়েকজন অবিভাবক জড়ো হয়ে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন ।
বিক্ষোভকারীরা জানিয়েছেন, স্কুলের নিজস্ব পুকুর, জমি আছে । সেখান থেকে আয়ও হয় । অথচ সেই টাকা স্কুলের উন্নয়নে ব্যয় করা হয় না । অভিযোগ প্রসঙ্গে প্রধানশিক্ষক শেখ সাজাহানের দাবি, ‘পঠনপাঠনও ঠিকঠাক । স্কুলে কোনো প্রকার অব্যবস্থা নেই ।’ পাশাপাশি তার অনিয়মিত স্কুলে আসার অভিযোগও অস্বীকার করেছেন । এই বিষয়ে তিনি বলেন,’শারিরীক অসুস্থতার কারনে মাঝে মধ্যে আমি স্কুলে আসতে পারিনা ঠিকই,তবে অনিয়মিত স্কুলে আসার অভিযোগ সত্য নয় ।’
এদিকে স্কুলের পড়ুয়াদের অভিযোগ,আশপাশের সব স্কুলেই সবুজ সাথী প্রকল্পের সাইকেল দেওয়া হয়ে গেছে,শুধু তাদের স্কুলেই দেওয়া হয়নি । যদিও এই বিষয়ে প্রধানশিক্ষকের কোনো মতামত পাওয়া যায়নি ।।