দিব্যেন্দু রায়, মঙ্গলকোট(পূর্ব বর্ধমান),২৪ আগস্ট : মানসিক অসুস্থতার জেরে দীর্ঘ দু’দশক আগে ঘর ছেড়েছিলেন পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার তাতারপুর গ্রামের বাসিন্দা যদুনাথ খাঁ । তখন তার বয়স ছিল ২২ বছর । ট্রেনে চেপে চলে যান সুদুর মুম্বাই । সৌভাগ্যক্রমে সেখানকার এক স্বেচ্ছাসেবী সংস্থার নজরে পড়ে যান তিনি । ওই সংস্থাই যদুনাথের চিকিৎসার ব্যবস্থা করে । অবশেষে সুস্থ হয়ে বাড়ি ফেরার ইচ্ছা প্রকাশ করলে সংস্থার লোকজন বর্তমানে ৪২ বছর বয়স্ক যদুনাথকে বাড়ি পৌঁছে দিয়ে যান । দীর্ঘ দু’দশক ধরে নিখোঁজ থাকার পর যদুনাথ বাড়ি ফেরায় খুশি পরিবারের লোকজন।
জানা যায়,মঙ্গলকোট থানার তাতারপুর গ্রামের বাসিন্দা যদুনাথ খাঁরা দু’ভাই । দাদা রঘুনাথ খেত মজুরের কাজ করেন । যদুনাথও একই কাজ করতেন । দুই ভাইই বিবাহিত । যদুনাথ নিখোঁজ হওয়ার সময় বাড়িতে ছিল স্ত্রী লক্ষীদেবী ও কয়েক মাসের কন্যাসন্তান । রঘুনাথ জানিয়েছেন,তাদের মা অনেক আগেই মারা গেছেন । ভাই যদুনাথ বছর কুড়ি আগে হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়ার কয়েকমাস পরেই শোকে অসুস্থ হয়ে পড়েন বাবা শিবপদবাবু । তিনিও মারা যান । তিনি বলেন,’নিখোঁজ হওয়ার কয়েক মাস আগে থেকে ভাই মানসিক সমস্যায় ভুগছিল। নিখোঁজ হয়ে যাওয়ার পর আমরা টানা দুই বছর ধরে অনেক খুঁজেছি । কিন্তু ভাইয়ের কোনো সন্ধান পাইনি । ভাইয়ের ফিরে আসার আশা ছেড়েই দিয়েছিলাম । এখন ভাইকে ফিরে পেয়ে খুব ভালো লাগছে ।’
যদুনাথ জানান,তখন তার মাথার ঠিক ছিল না । তবে এটা মনে আছে যে ২০ বছর আগে বাড়ি থেকে বেড়িয়ে ট্রেন ধরেছিলেন । এরপর ট্রেনে ট্রেনেই তিনি অনেক দুরে চলে যান । মুম্বাইয়ে স্বেচ্ছাসেবী সংস্থার লোকজন জানিয়েছেন,যদুনাথকে তাদের সংস্থার লোকজন রাস্তা থেকে উদ্ধার করে । তার চিকিৎসা করানো হয় । ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে ওঠেন । সুস্থ হয়ে নিজের নাম ঠিকানা সবই ঠিকঠাক বলে দেন । পরে তিনি বাড়ি ফেরার ইচ্ছা প্রকাশ করলে সোমবার (২১ আগস্ট ২০২৩) তাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসা হয় ।
জানা যায়,বর্ধমান রেলস্টেশন থেকে গ্রাম পর্যন্ত স্বেচ্ছাসেবী সংস্থার লোকজনদের নিজেই পথ দেখিয়ে নিয়ে আসেন যদুনাথ । কিন্তু গ্রামে ঢোকার পর আর নিজের বাড়িটা চিনতে পারেননি । বাড়ি চিনতে সাহায্য নিতে হয় গ্রামবাসীর । দুই দশক পেড়িয়ে যাওয়ার পর এক দেখাতেই যদুনাথকে চিনে ফেলেন দাদা রঘুনাথ,বৌদি মমতাদেবী । এদিকে স্বামী নিখোঁজ হয়ে যাওয়ার পর থেকেই বাপের বাড়িতে রয়েছেন লক্ষীদেবী । স্বামীর ফিরে আসার খবর পেয়ে তিনি বছর কুড়ির তরুনী মেয়েকে নিয়ে শ্বশুরবাড়িতে ছুটে আসেন । যদুনাথ হাসিমুখে বলেন,’স্ত্রীকে কথা দিয়েছি আর কোনোদিনই কোথাও পালাব না ।’।