এইদিন ওয়েবডেস্ক,বেঙ্গালুরু,২৩ আগস্ট : ইতিহাস সৃষ্টি করল ভারত । দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চন্দ্রপৃষ্ঠে নরম অবতরণ করল চন্দ্রযান-৩ । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চন্দ্রযান-৩ এর সাফল্যের জন্য ‘চন্দ্রযান মহা অভিযান’-এ যুক্ত সকল বিজ্ঞানী ও দলকে প্রশংসায় ভরিয়ে দেন । প্রধানমন্ত্রী জানান, ইসরোর পরবর্তী অভিযান হবে সূর্য ও শুক্র গ্রহে । সূর্যের ‘আদিত্য এল-১’ মিশনের জন্য আগাম শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী ।
উল্লেখ্য,পৃথিবী থেকে চাঁদে পৌঁছাতে সময় লেগেছে মোট ৪০ দিন । গত ২৩ আগস্ট ভারতের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ভারতের চন্দ্রযান-৩ দেশ ও বিশ্বের আশা-আকাঙ্খার যোগান দিয়ে একটি মহান ইতিহাস সৃষ্টি করেছে। চন্দ্রযান-৩ ইসরোর দ্বারা নির্ধারিত আজ বুধবার সন্ধ্যা ৬.০৪ টায় চাঁদে নিরাপদে অবতরণ করেছে। চন্দ্রযান-৩ দক্ষিণ মেরুতে (দক্ষিণ মেরু) অবতরণ করেছে, যাকে চাঁদের সবচেয়ে দূরবর্তী সীমানা হিসাবে বিবেচনা করা হয় এবং ভারত দক্ষিণ মেরুতে একটি মহাকাশযান সফলভাবে অবতরণকারী প্রথম দেশ হয়ে উঠেছে। ভারতের দুটি সহ বিশ্বের মোট সাতটি চাঁদ মিশন চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করতে ব্যর্থ হয়েছে, তবে ভারত তার তৃতীয় প্রচেষ্টায় সফল হয়েছে, তাই এই কৃতিত্ব ভারতের বিজ্ঞানীদের । এমন এক রহস্যময় স্থানে মহাকাশযান অবতরণ করে মহাকাশে নিজেদের পতাকা উত্তোলন করেছে যেখানে বিশ্বের দেশগুলোও এখনো পর্যন্ত অবতরণ করতে পারেনি। চন্দ্রযানের এই মহৎ কৃতিত্বে আজ গোটা দেশ গর্বিত ।।