এইদিন ওয়েবডেস্ক,রিয়াধ,২৩ আগস্ট : ইসলামি রাষ্ট্রে যেকোনো খেলাধুলায় প্রধান প্রতিবন্ধকতা হল শরিয়া আইন । যেকারণে কারনে সৌদি আরবের ক্লাবগুলিতে খেলতে যাওয়া রোনালদো,কান্তে, বেনজেমা, ফিরমিনো, স্যাভিচ, নেইমারের মতো বিদেশী তারকা ফুটবলারদের বিপাকে পড়তে হচ্ছিল । এদিকে বিপুল পারিশ্রমিক সত্ত্বেও এখনো বহু বিদেশী ফুটবলার সৌদি আরব মুখি হতে রাজি নন । এবার বিদেশি ফুটবলার টানতে এবং তাদের সকল প্রকার স্বাধীনতা দিতে ইসলামের শরিয়া আইন শিথিল করে দিয়েছে ওই আরব দেশটি ।
মুসলিম প্রধান দেশ হওয়ায় এতদিন সৌদি আরবে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল দন্ডনীয় অপরাধ । কিন্তু বিশ্ব মানচিত্রে দেশের ফুটবল প্রতিভাকে তুলে ধরতে বিদেশি ফুটবলারদের লিভ টুগেদারেও ছাড় দিচ্ছে সৌদি । শরিয়তকে পাশে রেখে বিয়ে না করেই প্রেমিকাদের নিয়ে একসঙ্গে বসবাস করছেন রোনালদো ও নেইমাররা । এছাড়াও বিদেশি তারকাদের প্রেমিকাদের খোলামেলা পোশাকেই ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে । যদিও সৌদি আরবে মেয়েদের পোশাক নিয়ে আছে কঠোর বিধি নিষেধ । তবে ফুটবলকে প্রাধান্য দিতে গিয়ে এখানেও শিথিলতা দেখাচ্ছে সৌদি আরব ।।