এইদিন ওয়েবডেস্ক,আইজল,২৩ আগস্ট : মিজোরামে একটি নির্মাণাধীন সেতু ধসে ঘটনাস্থলেই ১৭ জন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন । আজ বুধবার মিজোরামের সাইরাং-এ এবং রাজধানী আইজল থেকে ২১ কিলোমিটার দূরে অবস্থিত এলাকায় মর্মান্তিক এই দূর্ঘটনাটি ঘটে । সেতুটি ধসে পড়ার সময় সেখানে ৩৫ থেকে ৪০ জন নির্মাণ শ্রমিক কাজ করছিলেন বলে জানা গেছে । ফলে আরও বেশ কয়েকজন মানুষ ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে । মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা জানান, দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। তিনি নিহতদের পরিবারের সদস্যদের জন্য ২ লাখ টাকা করে ক্ষতিপূরণ এবং আহতদের চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা করে দেওয়ার নির্দেশ দিয়েছেন । কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, তিনি মিজোরামের গভর্নর হরি বাবু কামহামপাতি ও মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন এবং সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন ।।