এইদিন ওয়েবডেস্ক,বাকু(আজারবাইজান),২৩ আগস্ট : মঙ্গলবার আজারবাইজানে বাকুতে এফ আই ডি ই বিশ্বকাপ দাবা টুর্নামেন্টের ফাইনালের প্রথম ক্লাসিক্যাল খেলায় বিশ্বের এক নম্বর ম্যাগনাস কার্লসেনের বিরুদ্ধে ড্র করল ভারতীয় কিশোর গ্র্যান্ডমাস্টার আর প্রজ্ঞানন্দ । এই ম্যাচের দ্বিতীয় ক্লাসিক খেলা আগামীকাল অনুষ্ঠিত হবে এবং বিজয়ী বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে আবির্ভূত হবে।
খেলার ৯০ মিনিটের প্রথম রাউন্ডে নরওয়ের কার্লসেনকে শুরু থেকেই চাপে রাখে প্রজ্ঞানন্দ। কিন্তু প্রজ্ঞানন্দের চতুর চাল বুঝতে পেরে এক পর্যায় পেরিয়ে গেলে, রক্ষণাত্মক খেলায় জোর দেওয়ায় ম্যাচটি ড্রতে শেষ হয় । প্রজ্ঞানন্দ ফাইনালে ৩.৫-২.৫ -এ বিশ্ব নং-৩ ফ্যাবিয়ানো কারুয়ানার বিরুদ্ধে জয়লাভ করে। ভারতীয় কিশোর কিংবদন্তি বিশ্বনাথন আনন্দের পরে বিশ্বকাপের ফাইনালে পৌঁছানো দেশের দ্বিতীয় খেলোয়াড় হয়েছিলেন ।।