এইদিন ওয়েবডেস্ক,জোহানেসবার্গ,২৩ আগস্ট : ১৫ তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার দক্ষিণ আফ্রিকায় গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । জোহানেসবার্গের ওয়াটারক্লুফ বিমান বাহিনীর ঘাঁটিতে প্রধানমন্ত্রী মোদীকে উষ্ণ অভ্যর্থনা জানান দক্ষিণ আফ্রিকার ভাইস প্রেসিডেন্ট পল মাশাতিল ।সেখানে মহিলারা প্রধানমন্ত্রীকে রাখি বেঁধে স্বাগত জানান। পাশাপাশি স্থানীয় ঐতিহ্যবাহী ভঙ্গিতেও তাঁকে বরণ করা হয় । ব্রাজিলে হিন্দু শাস্ত্র মতে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো হয় । এসময় মা দুর্গার স্তব গেয়ে তাঁকে স্বাগত জানান সাধুরা। পাশাপাশি মা সরস্বতীরও স্তব করা হয়। সাধুরা হারমোনিয়াম বাজিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান । পাশাপাশি বিপুল সংখ্যক প্রবাসী ভারতীয়ের সঙ্গে মিলিত হন প্রধানমন্ত্রীর ।
দক্ষিণ আফ্রিকার সভাপতিত্বে ১৫ তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অনেক বিশ্ব নেতার সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন । ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী মঙ্গলবার থেকে তিন দিনের দক্ষিণ আফ্রিকা সফর শুরু করেছেন। এই নিয়ে তৃতীয়বারের মতো আফ্রিকা সফরে গেলেন মোদী । এই সফরটিকে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৩০ তম বার্ষিকীর প্রতীক হিসাবে বর্ণনা করা হচ্ছে ।।