এইদিন ওয়েবডেস্ক,পুরাতন মালদা,২৪ এপ্রিল : একদিকে সকাল থেকে তীব্র দাবদাহের মধ্যে দীর্ঘক্ষন লাইনে দাঁড়িয়ে থেকেও করোনার ভ্যাকসিন মেলেনি । তার উপর লাইনে দাঁড়িয়ে থাকা মানুষদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে পুরাতন মালদা থানার মৌলপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের কর্মীদের একাংশের বিরুদ্ধে । শনিবার এই ঘটনার জেরে তীব্র ক্ষোভ ছড়িয়ে পরে ভ্যাকসিন নিতে আসা মানুষের মধ্যে । তাঁরা স্বাস্থ্যকেন্দ্রের কর্মীদের বিরুদ্ধে অযথা হয়রানি করার অভিযোগ তুলে স্বাস্থ্য কেন্দ্রের সামনে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন । এদিকে মানুষের রুদ্র রুপ দেখে স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা কার্যত পালিয়ে বাঁচেন । ফলে ভ্যাকসিনেশন তো দুরের কথা এদিন স্বাস্থ্যকেন্দ্রে করোনার পরীক্ষা পর্যন্ত হয়নি। ফলে দীর্ঘক্ষন অপেক্ষা করার পর বহু মানুষকে ফিরে যেতে হয় ।
জানা গেছে, করোনার ভ্যাকসিন নেওয়ার জন্য এদিন সকাল থেকেই শতাধিক গ্রামবাসী মৌলপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এসে ভিড় জমান । তাঁরা তীব্র রোদ উপেক্ষা করে স্বাস্থ্যকেন্দ্রের সামনে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকেন । ওই লাইনে বেশ কিছু বয়স্ক পুরুষ ও মহিলাকেও দেখা যায় । কিন্তু তাঁরা দুপুর তিনটে অবদি লাইনে দাঁড়িয়ে থাকার পর হাসপাতালের তরফ থেকে জানানো হয় এদিন ভ্যাকসিন দেওয়া হবে । এই কথা শোনার পর ক্ষিপ্ত হয়ে ওঠেন লাইনে অপেক্ষামান মানুষরা । শুরু হয় বিক্ষোভ ।
জানা গেছে, এদিকে ভাকসিন নিতে আসা লোকজনের পাশাপাশি বেশ কিছু গ্রামবাসী এসেছিলেন করোনার পরীক্ষা করাতে । তাঁরা একটি পৃথক লাইনে দাঁড়িয়েছিলেন । কিন্তু স্বাস্থ্যকেন্দ্রের কর্মীদের একাংশ তাঁদের সঙ্গে দুর্ব্যাবহার করে বলে অভিযোগ । তখন পরীক্ষা করাতে আসা লোকজনও বিক্ষোভে সামিল হলে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে স্বাস্থ্যকেন্দ্র চত্বরে । আর পরিস্থিতি বেগতিক বুঝে এলাকা থেকে সরে পড়েন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা । এই বিষয়ে জানতে মালদা জেলা স্বাস্থ্য দপ্তর ও সংশ্লিষ্ট স্বাস্থ্য কেন্দ্রের আধিকারিকের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগ করা হলেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় নি ।।