এইদিন ওয়েবডেস্ক,ওয়াজিরিস্তান,২২ আগস্ট : আজ মঙ্গলবার পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে যে দক্ষিণ ওয়াজিরিস্তানে একটি ভয়ঙ্কর সংঘর্ষের সময় কমপক্ষে ছয় সেনা এবং চার তেহরিক-ই- তালেবান পাকিস্তান(টিটিপি) জঙ্গি নিহত হয়েছে । যদিও টিটিপি জানিয়েছে, তাদের যোদ্ধারা ১৮ জন পাকিস্তানি সেনাকে হত্যা করেছে ।তেহরিক-ই- তালেবান পাকিস্তান একটি বিবৃতি প্রকাশ করে বলেছে যে তাদের মুজাহিদিনরা সফলভাবে দুই সেনা মধ্যস্থতাকারীকে লক্ষ্যবস্তু করেছে । এর আগে রবিবার উত্তর ওয়াজিরিস্তানে একটি গাড়িতে ইম্প্রোভাইজড বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণে ১১ জন শ্রমিক নিহত হয়েছিল । তার আগে চলতি বছরের জানুয়ারিতে, একজন পাকিস্তানি তালেবান আত্মঘাতী বোমা হামলাকারী পেশোয়ার থানায় একটি মসজিদের ভিতরে তার বিস্ফোরকে বিস্ফোরণ ঘটায়, এতে ৮০ জনেরও বেশি পুলিশ কর্মকর্তা নিহত হন ।
ইসলামাবাদের কর্তৃপক্ষ দাবি করেছে,তেহরিক-ই- তালেবান পাকিস্তানের যোদ্ধারা আফগানিস্তান থেকে এসে এ দেশের ভূখণ্ডে প্রবেশ করেছে এবং হামলা চালাচ্ছে । যদিও সেই দাবি প্রত্যাখ্যান করেছে আফগান তালেবান । এদিকে, তালেবান সরকারের ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজুদ্দিন হাক্কানি গতকাল বলেছেন যে ইসলামাবাদের উচিত তেহরিক-ই- তালেবান পাকিস্তানের সাথে তাদের সমস্যার সমাধান করা এবং তাদের সরকার এ ব্যাপারে সাহায্য করতে প্রস্তুত । তিনি আরও বলেন,পাকিস্তান যদি শক্তি প্রয়োগ করে আফগানিস্তানের সঙ্গে এই সমস্যার সমাধান করতে চায় তাহলে তা দুই দেশের সাধারণ স্বার্থের ক্ষতি করবে।
গত বছরের নভেম্বরে আফগান তালেবানদের মধ্যস্থতায় পাকিস্তান সরকারের সাথে অনির্দিষ্ট কালের যুদ্ধবিরতি বাতিল করে তেহরিক-ই-তালেবান পাকিস্তান এবং যোদ্ধাদের পাকিস্তান জুড়ে আক্রমণ চালানোর নির্দেশ দেয় ।।