দিব্যেন্দু রায়,আউশগ্রাম(পূর্ব বর্ধমান),২২ আগস্ট : পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম-২ ব্লকের অমরপুর অঞ্চলের বিষ্ণুপুর গ্রামের দলীয় কর্মীর মৃত্যুতে প্রতিবাদ সভার ডাক দিয়েছিল সিপিএম । তার আগে, আজ মঙ্গলবার এলাকায় বাইক মিছিল করল শাসকদল তৃণমূল কংগ্রেস । সিপিএমের অভিযোগ, তাদের দলের কর্মী সমর্থকদের মধ্যে ভীতি সৃষ্টি করতেই তৃণমূল এদিন শক্তি প্রদর্শন করেছে । যদিও তৃণমূল জানিয়েছে,বিগত পঞ্চায়েত ভোটে দলের সাফল্যের জন্য এলাকার মানুষদের ধন্যবাদ জানাতেই এদিনের এই মিছিলের আয়োজন করা হয়েছে ।
প্রসঙ্গত,পঞ্চায়েত নির্বাচনের বিষ্ণুপুর গ্রামে তৃণমূল সিপিএমের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল । ওই সংঘর্ষে বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা সিপিএম কর্মী রাজিবুল হকের মৃত্যু হয় । দলীয় কর্মীর মৃত্যুর প্রতিবাদে বৃহস্পতিবার বিষ্ণুপুর গ্রামে প্রতিবাদ সভার ডাক দিয়েছে সিপিএম । ওই সভায় সিপিএমের রাজ্য কমিটির সম্পাদক মহম্মদ সেলিমের উপস্থিত থাকার কথা আছে । এনিয়ে সিপিএমের তরফে প্রচার চালানোও হচ্ছে । কিন্তু এদিন দেখা যায় যে সুসজ্বিত চারচাকা গাড়ি, ট্যাবলোর সাথে অমরপুর অঞ্চলের গ্রামে গ্রামে ঘুরছে তৃণমূলের বাইক মিছিল । আউশগ্রামের বিধায়ক অভেদানন্দ থান্দারের ঘনিষ্ঠ আবদুল লালনের নেতৃত্বেই এদিনের মিছিলটির আয়োজন করা হয় বলে জানা গেছে ।
এই বিষয়ে সিপিএমের গুসকরা পশ্চিম এরিয়া কমিটির সদস্য আলমগীর মণ্ডল বলেন,’ফলাফল প্রকাশের পর প্রশাসনের সর্বদলীয় বৈঠকে বিজয় মিছিল না করার সিদ্ধান্ত হয়েছিল । অথচ সেই সিদ্ধান্ত অমান্য করেই এদিন মিছিল করা হল । আসলে আমাদের প্রতিবাদ সভার আগে দলীয় কর্মীদের মধ্যে ভীতির সৃষ্টি করতেই এদিন মিছিল করল তৃণমূল ।’ অন্যদিকে আবদুল লালন বলেন,’বিগত পঞ্চায়েত নির্বাচনে মানুষ আমাদের দু’হাত ভরে আশীর্বাদ দিয়েছেন । তাই এদিন আমরা মানুষের বাড়ি বাড়ি ঘুরে কৃতজ্ঞতা জানিয়ে এসেছি ।’।