এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,২২ আগস্ট : রক্ষা বন্ধনের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাখি পরাতে দিল্লিতে আসবেন পাকিস্তানের কমর মহসিন শেখ (Qamar Mohsin Sheikh) । বিগত প্রায় ৩০ বছর ধরে নরেন্দ্র মোদীকে রাখি বেঁধে আসছেন তিনি । একারনে কমর মহসিন শেখ প্রধানমন্ত্রীর ‘রাখি বোন’ বলেও পরিচিত । চলতি মাসের ৩০ তারিখে পাকিস্তান থেকে তিনি দিল্লি আসবেন ।
সংবাদ সংস্থা এএনআইকে কমর মহসিন শেখ বলেছেন,’এবার আমি নিজেই ‘রাখি’ বানিয়েছি । আমি বিশেষভাবে তার জন্য একটি লাল রঙের রাখি তৈরি করেছি। লাল রংকে শক্তির প্রতীক মনে করা হয় । আমি প্রধানমন্ত্রী মোদীকে কৃষি বিষয়ক একটি বই উপহার দেব কারণ তিনি বই পড়তে পছন্দ করেন ।’ তিনি বলেন,’আমি প্রধানমন্ত্রীকে রক্ষা বন্ধনের শুভেচ্ছা জানাই। আমি প্রতিদিন তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি। আমি বিশ্বাস করি যে আমার সমস্ত ইচ্ছা পূরণ হবে । আমি চেয়েছিলাম উনি গুজরাটের প্রধানমন্ত্রী হন,হয়েছিলেন । ভগবানের কাছে প্রার্থনা করেছিলাম যে উনি ভারতের প্রধানমন্ত্রী হন,হয়েছেন । উনি দেশের জন্য একটি প্রশংসনীয় কাজ করছেন ।’
২০২৪ সালের লোকসভা নির্বাচন সম্পর্কে কমর মহসিন শেখ বলেন,:এতে কোন সন্দেহ নেই যে তিনি আবার প্রধানমন্ত্রী হবেন । তাঁর এটি প্রাপ্য কারণ তাঁর সেই ক্ষমতা রয়েছে এবং আমি চাই তিনি প্রতিবার ভারতের প্রধানমন্ত্রী হন ।’ তিনি জানান, কোভিড ১৯ এর সময় প্রধানমন্ত্রী মোদীকে তিনি রাখি বাঁধতে পারেননি, তবে ডাকযোগে রাখি পাঠিয়েছিলেন । কামার আরও জানিয়েছেন যে তিনি তার বিয়ের পর বিগত ৩০ বছর ধরে মোদীকে রাখি বাঁধছেন এবং ৩১ তম বারের মতো রাখি বাঁধতে পাকিস্তান থেকে দিল্লি আসছেন ।।