এইদিন ওয়েবডেস্ক,মাটিগাড়া(শিলিগুড়ি),২২ আগস্ট : শিলিগুড়ির মাটিগাড়ায় ধর্ষণে বাধা দেওয়ায় স্কুল ছাত্রীকে মাথা থেঁতলে খুনের ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ । পুলিশ জানিয়েছে,ধৃতের নাম মহম্মদ আব্বাস (২২)। তার বাড়ি মাটিগাড়ার লেনিন কলোনি এলাকার পাল পাড়ায় । সোমবার গভীর রাতে খুনি যুবককে পাকড়াও করে শিলিগুড়ি পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন টিম । আজ মঙ্গলবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয় ।
জানা গেছে,মাটিগাড়া ব্লকের পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের দার্জিলিং মোড় সংলগ্ন এলাকার একটি নেপালি মাধ্যম স্কুলের ছাত্রী ছিল ১৪ বছরের ওই কিশোরী । সোমবার বিকেল সাড়ে তিনটে নাগাদ ওই স্কুলের এক পড়ুয়া স্থানীয় রবীন্দ্রপল্লি এলাকার খাপড়াইল মোড় সংলগ্ন একটি পরিত্যক্ত ঘরের পাশ দিয়ে বাড়ি ফেরার সময় ঘর থেকে চিৎকারের শব্দ পায় । সে বাড়িতে এসে ঘটনার কথা জানালে লোকজন সেখানে ছুটে যায় । তখন তারা ওই কিশোরীর মাথা থেঁতলানো রক্তাক্ত নিথর দেহ পড়ে থাকতে দেখে । মেয়েটির পরনে তখন স্কুলের পোশাক ছিল বলে জানা গেছে । পরে খবর পেয়ে মাটিগাড়া থানার পুলিশ গিয়ে কিশোরীর দেহটি উদ্ধার করে নিয়ে যায় । ওইদিন রাতেই অভিযুক্ত মহম্মদ আব্বাসকে গ্রেফতার করে পুলিশ ।
এদিন সাংবাদিক সম্মেলনে ডিসিপি অভিষেক গুপ্তা জানিয়েছেন,গোপন সূত্র,স্থানীয়দের বয়ান ও সিসিটিভির ফুটেজের সূত্র ধরে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে । ধর্ষণে বাধা দেওয়ায় ধৃত যুবক মেয়েটিকে ইঁট দিয়ে মাথা থেঁতলে খুন করেছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে । ঘটনাস্থল থেকে খুনে ব্যবহৃত ইঁটটি উদ্ধার হয়েছে । তবে মেয়েটির সঙ্গে যুবকের পূর্ব পরিচয় ছিল কিনা তা জানাননি ডিসিপি । তিনি জানান, ঘটনার তদন্ত চলছে ।।