এইদিন ওয়েবডেস্ক,সুদান,২২ আগস্ট : চলতি মাসের ১১ থেকে ১৬ তারিখের মধ্যে সুদানের দারফুর রাজ্যে সেনাবাহিনী এবং দ্রুত প্রতিক্রিয়া বাহিনীর মিলিশিয়াদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৬০ জন নিহত এবং ২৫০ জন আহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের সুদানের মানবিক সমন্বয় বিষয়ক কার্যালয় । সোমবার এই সংস্থাটি একটি বিবৃতিতে জানিয়েছে,এই দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষ দক্ষিণ দারফুর রাজ্যের নিয়ালা শহরে আবার শুরু হয়েছে এবং এই এলাকার অন্তত ৫০,০০০ লোককে বাস্তুচ্যুত করেছে।
চলতি বছরের ১৫ এপ্রিল থেকে সুদানে সেনা বাহিনী ও ক্ষমতা দখলে মরিয়া দ্রুত প্রতিক্রিয়াশীল শক্তির মধ্যে সশস্ত্র সংঘাত শুরু হয়েছে । সংঘাত শেষ করতে এবং বিবাদমান পক্ষগুলিকে আলোচনার টেবিলে আনতে আন্তর্জাতিক মধ্যস্থতা সচেষ্ট হলেও তা কার্যকর হয়নি। সুদানে একাধিকবার যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও বিবাদমান পক্ষগুলো ক্রমাগত তা লঙ্ঘন করেছে ।।