নীহারিকা মুখার্জ্জী,বর্ধমান,২০ আগস্ট : প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য পূর্ব বর্ধমান জেলার মেমারি ১নং ব্লকের অন্তর্গত রসুলপুর মৈত্রী ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আজ রবিবার আয়োজিত হয় এক মেধা অন্বেষণ পরীক্ষা। রসুলপুর ভুবনমোহন উচ্চ বিদ্যালয় ও কালনার বিরুহাতে আয়োজিত দুটি সেন্টারে এই মেধা অন্বেষণ পরীক্ষায় বিভিন্ন শ্রেণির প্রায় ১০০০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।
উদ্যোক্তাদের কাছ থেকে জানা যাচ্ছে আগামী ৫ ই নভেম্বর রসুলপুরের বিষ্ণুপুর মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে পরীক্ষায় অংশগ্রহণকারী সমস্ত পরীক্ষার্থীদের শংসাপত্র এবং সর্বোচ্চ নাম্বার প্রাপকদের স্মারক ও স্কলারশিপ দেওয়া হবে।
রসুলপুর মৈত্রী ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক জয়ন্ত মিত্র বললেন – আমাদের সংস্থা সারাবছর বিভিন্ন ধরনের সমাজ সেবামূলক কাজ করে থাকে। পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য সাধরণ ছাত্রছাত্রীরা যাতে এখন থেকেই প্রস্তুতি নেওয়ার সুযোগ পায় তাই এই মেধা অন্বেষণ পরীক্ষার আমরা আয়োজন করে থাকি। পরীক্ষাটি ওএমআর সিটে নেওয়া হয়। আমাদের আশা এরফলে যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় ছাত্রছাত্রীদের ভীতি কিছুটা হলেও কাটবে।।