এইদিন ওয়েবডেস্ক,মুর্শিদাবাদ,২০ আগস্ট : বোমা বিস্ফোরণ অব্যাহত মুর্শিদাবাদে । এবারে মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত ইচ্ছাখালি গ্রামে একটি বন্ধ আইসিডিএস কেন্দ্রে ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে । বিস্ফোরণ এতটাই তীব্র ছিল যে আইসিডিএস কেন্দ্রের ছাদ এবং দেওয়ালের একাংশ উড়ে যায় । স্থানীয় গ্রামবাসীদের অনুমান, অন্তত ১০ থেকে ১২ টি বোমা মজুত করে রাখা হয়েছিল ওই আইসিডিএস কেন্দ্রে । তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই বলে জানিয়েছে পুলিশ । এই ঘটনায় ২ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ ।
স্থানীয় সূত্রে জানা গেছে,ইচ্ছাখালি গ্রামে ওই আইসিডিএস কেন্দ্রটি তৈরি হয়েছিল ২০১৪ সালে । কিন্তু কেন্দ্রটি এখনো পর্যন্ত চালু করা হয়নি । তারপর থেকে স্থানীয় এক তৃণমূল নেতার দখলে রয়েছে কেন্দ্রের ভবনটি । তবে নবনির্মিত কেন্দ্রের বাইরে ক্লাস হত বলে জানা গেছে । এরপর আজ রবিবার সকাল ৭ টা নাগাদ প্রবল বিস্ফোরণ ঘটে ওই বন্ধ আইসিডিএস কেন্দ্রের ভিতরে । ফলে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় । খবর পেয়ে ছুটে আসে রঘুনাথগঞ্জ থানার পুলিশবাহিনী।
স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য নাসিরুল ইসলাম বলেন,আইসিডিএস কেন্দ্রে মজুত বোমায় বিস্ফোরণের জেরেই এই ঘটনা ঘটেছে বলে আমাদের অনুমান । পঞ্চায়েত নির্বাচনের আগে ওই কেন্দ্রটিতে বিপুল পরিমাণ বোমা মজুত করে রাখা ছিল বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা । পুলিশ জানিয়েছে,ঘটনার তদন্ত চলছে ।।