এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২০ আগস্ট : ‘র্যাগিং’ এর জেরে ছাত্র বাংলা অনার্সের প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর মৃত্যুর ঘটনায় আভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করেছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । ওই তদন্ত কমিটির প্রধান হিসাবে নিয়োগ করা হয় বিশ্ববিদ্যালয়ের ডিন অফ সায়েন্স সুবিনয় চক্রবর্তীকে । এখন তদন্তের মাঝপথেই পদত্যাগ করলেন তিনি । আজ রবিবার দুপুরে তিনি সহ উপাচার্যকে নিজের পদত্যাগপত্র পাঠিয়েছেন । এদিকে তদন্ত কমিটি থেকে সরে দাঁড়ানোয় শুরু হয়েছে জল্পনা । তবে তিনি একান্ত ব্যক্তিগত কারণেই পদত্যাগ বলে উল্লেখ করেছেন বলে জানা যাচ্ছে ।
উল্লেখ্য,সুবিনয় চক্রবর্তী বামপন্থী অধ্যাপক সংগঠন জুটার সক্রিয় সদস্য । তার নেতৃত্বে গঠিত তদন্ত কমিটির ৩৫ পাতার রিপোর্টে দাবি করা হয় যে স্বপ্নদীপের আত্মঘাতী হয়েছিল । যদিও এই রিপোর্টে যথেষ্ট ক্ষোভ ছিল বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরেই । ওই অসন্তোষের কারনে পদত্যাগ, নাকি এর পিছনে অন্যকাহিনী আছে তা অস্পষ্ট । তবে শোনা যাচ্ছে যে,যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য হিসেবে সুবিনয় চক্রবর্তীর নামও উঠে এসেছিল । কিন্তু বিশ্ববিদ্যালয়ের অঙ্ক বিভাগের অধ্যাপক অধ্যাপক বুদ্ধদেব সাউকে শনিবার অন্তর্বর্তী উপাচার্য হিসেবে নিয়োগ করেন রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোস । এরপরেই বিশ্ববিদ্যালয়ের আভ্যন্তরীণ তদন্ত কমিটি থেকে সুবিনয় চক্রবর্তী সরে দাঁড়ানোয় প্রশ্ন উঠছে ।।