স্বাধীনতা মানে তো স্ব-অধীনতা
সত্যিই কি আমরা নিজের অধীন?
গোলামী আমাদের রক্তে দাসত্ব আমাদের মজ্জায়
তবে কেমনে আমরা হলাম স্বাধীন?
রাজা জমিদার ইংরেজ কত প্রভু গেলো চলে
আমরা তো তাদের দাসত্ব করেই গেলাম
কাগুজে বাঘ হয়ে এলো স্বাধীনতা
তবু দাসত্ব আর গোলামীর চলেছে সংশ্লেষ।
চারিদিকে আতঙ্ক আর ত্রাসের আবহ,
ক’জন পারে মুখ খুলে মনের কথা বলতে?
ক’জন পারে কলমের আগায় মনের কথা লিখতে?
না পারিনা পারতে দেয় না প্রভুর জুলুম।
নাম আর মুখ বদলেছে প্রভুর সময়ের বিবর্তনে
আর আমরা মুখে রং মেখে রঙিন পোশাক আর
চতুর্দিকে তিরঙ্গার ঢেউ তুলে
করলাম দাসত্বের উদযাপন।
দুর্বল এর উপর সবলের অত্যাচারের
ঘৃনিত জঘন্য প্রকাশ সারা বিশ্বে সারা দেশে,
রক্তের বিনিময়ে যে স্বাধীনতা এসেছিলো
ভেসে গেছে তা সেলফির আর মদ মাংসের বন্যায়।
গণতন্ত্র প্রজাতন্ত্র সার্বভৌমত্বের অস্তিত্বের সংকট,
জাল নিবদ্ধ রোহিত হয়ে সংবিধানের পাতায়
ছটফট করতে করতে বলছে…
শাসকের স্বার্থের কাছে চাবুকের কাছে
আমরাও ক্ষত বিক্ষত আমরাও পরাধীন,
আমরাও ভীত সন্ত্রস্ত সকল ভারতবাসীর মতো
আমরাও গোলামী আর দাসত্বের পুতুল।।