হয়নি বলা অনেক কথা
বুকের মাঝে গুমরে মরে
তুমিও যেন মেঘ শরতের
বৃষ্টি নামিয়ে যাচ্ছো সরে!
মনের বাড়ি দূরের গায়ে
নির্ঝঞ্ঝাট জীবন সেথায়
চাইতে পেতে দিতে গিয়ে
গোলমালেতে সবই হারায়।
দাঁড়িয়ে নাবিক জাহাজ ঘেঁষে
বন্দরেরই এপাশ ওপাশ,
যাত্রী বোঝাই সুখের আশায়
অপেক্ষাতে বারোটা মাস।
অন্তহীন এ প্রহর গোণা
ফুরিয়ে যদি তেমন দিন,
আসতে পারে ভাসান দিতে
দুঃখ ব্যথার দৈনিক ঋণ,
সেদিন জেনো খুঁজবো সুখে
একটা গাঁও, এক প্রতিচ্ছবি
মিলন সুরে সুর মিলিয়ে
ভুলব জীবন – মৃত্যু, সবই ।।