মাথার উপর ঝলসানো আকাশ !
মাটি চৌচির!
দীর্ঘ দহন জ্বালায় দগ্ধ শরীর।
চাতক নয়ন খোঁজে মেঘের ভান্ডার !!
রুদ্ধ বাতাস ।
এস শ্যামল সুন্দর মেঘের জটায়
বৃষ্টি তোমাকে চাই !
পৃথিবীর শরীর জুড়ে ধ্বংস সবুজ !
ফসলের বীজ হয়নি অঙ্কুরিত–
দগ্ধতায় পুড়ছে শ্যামল আভরণ !
যুবতী শরীর সাজেনি কেতকী কামিনীতে
আজ হয়েছে নিরাভরণ।
এস শ্যামল এস সুন্দর
বৃষ্টি তোমাকে চাই—
চেয়ে দেখ
চারিদিক ধূসর মলিন!!
ঝরঝর মল্লার রাগে ঝড় অবিরত
উল্লাসে দাদুরি গাইবে হয়ে আকুলিত।
নদী হবে যুবতী
পাহাড় হবে সজীব !!
জল নূপুরের তরঙ্গে ভিজবে মানুষ ভিজবে সবুজ ।
এস শীতল স্নিগ্ধ ছায়ায় সবুজ গালিচায় !
এসো ঘুম পাড়ানিয়া গানে শান্তির প্রলেপ মেখে গায়।