এইদিন ওয়েবডেস্ক,বর্ধমান,১৮ আগস্ট : র্যাগিং-এর শিকার কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা অনার্সের প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর মৃত্যুর পর থেকেই ক্ষোভে ফুঁসছে রাজ্য । উঠছে র্যাগিং মুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের । ইতিমধ্যেই কয়েকজন প্রাক্তন ও বর্তমান পড়ুয়াকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ । ধৃতদের মধ্যে কয়েকজন বামপন্থী ছাত্র সংগঠন ‘ফোরাম ফর আর্টস স্টুটেন্ডসের’ সক্রিয় সদস্য বলে জানা গেছে । এনিয়ে শুরু হয়ে গেছে রাজনৈতিক তরজাও । যদিও তৃণমূল, বিজেপির পাশাপাশি আসরে নেমে পড়েছে বামপন্থী ছাত্র সংগঠনও । পাশাপাশি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে র্যাগিং বন্ধের দাবিতে সরব হয়েছে আরএসএসের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ(এবিভিপি) ।
এনিয়ে আজ শুক্রবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের কাছে স্মারকলিপি জমা দিল এবিভিপির বর্ধমান বিশ্ববিদ্যালয় ইউনিট । তাদের অভিযোগ,বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সমস্ত হোস্টেলগুলিতেই কমবেশি র্যাগিং কালচার অব্যাহত রয়েছে । প্রথমবর্ষের ছাত্রছাত্রীদের সাথে পরিচয় করার নামে চলে শারীরিক ও মানসিক নির্যাতন । এই সকল ঘৃণ্য কাজ যারা করছেন তারা তারা প্রত্যেকেই প্রাক্তনী । কোর্স শেষ করেও কেউ কেউ কেউই বিশ্ববিদ্যালয়ের হোস্টেলের ঘর দখল করে রয়েছে দিনের পর দিন রয়েছে । শাসকদলের ছাত্র সংগঠনের নেতা হওয়ার সুবাদে বর্তমান ছাত্রছাত্রীদের ধমকে চমকে বিভিন্ন রকম অনৈক্য কাজ রমরমিয়ে করে চলেছে । প্রতি সন্ধ্যায় হোস্টলে গুলিতে বসে মদের আসর । এমনকি শাসকদলের বিভিন্ন পদে থাকা বহিরাগতদেরও যাতায়াত রয়েছে হস্টেলে ।
সংগঠনের কনভেনার রাজেন সেনের অভিযোগে জানান,বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তরফে গত দুদিন আগেই একটি নোটিফিকেশন জারি করে বলা হয়েছে যে প্রাক্তনীদের বর্ধমান বিশ্ববিদ্যালয় হোস্টেলগুলি খালি করতে হবে, এইরকম নোটিফিকেশন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে আগেও বহুবার ইস্যু করা হয়েছে । কিন্তু লাভ কিছু হয়নি । সাময়িকভাবে প্রাক্তনীরা হোস্টেলগুলি দখলমুক্ত করলেও কিছুদিন পর সব স্তিমিত হলে তারা আবার হোস্টেলের দখল নিয়েছে এবং তাদের অনৈতিক কর্মকান্ড যথারীতি চালিয়ে যাচ্ছে ।
তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আবেদন জানান,বর্ধমান বিশ্ববিদ্যালয়ের হোস্টেলগুলিকে প্রাক্তনীদের দখল মুক্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক এবং নবাগত ছাত্রছাত্রীদের নিরপত্তা সুনিশ্চিত করা হোক ।।