এইদিন ওয়েবডেস্ক,ক্যানবেরা,১৮ আগস্ট : সন্ত্রাসী সংগঠন তালিবানের উত্থানের পর আফগানিস্তান ছেড়ে পালানোর হিড়িক পড়ে যায় । ইরান হয়ে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে আশ্রয়প্রার্থী আফগানি শরনার্থীরা । বহু আফগানি আশ্রয় নেয় অস্ট্রেলিয়ায় । কিন্তু বিপুল সংখ্যক মানুষের বোঝা বহন করতে অস্বীকার জানিয়েছে তাসমানিয়া দ্বীপ রাষ্ট্রটি । এমনও খবর রয়েছে যে বেশ কিছু আফগান আশ্রয়প্রার্থী, যোগ্য হওয়া সত্ত্বেও, দেশটির কম আশ্রয় ক্ষমতার কারণে আবেদন প্রত্যাখ্যান করেছে । এদিকে অস্ট্রেলিয়াকে ‘লাল ফিতের বাঁধন’ আলগা করার পরামর্শ দিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ ।
বিষয়টি “প্রশাসনিক পদ্ধতি” বলে উদ্বেগ প্রকাশ করে অস্ট্রেলিয়ায় হিউম্যান রাইটস ওয়াচের প্রতিনিধি ড্যানিয়েলা গ্যাভশোন শুক্রবার বলেছেন, অস্ট্রেলিয়ান সরকারের সদিচ্ছা থাকলে, তারা এই ক্ষেত্রে সমাধান খুঁজে পেতে এবং দ্রুত কাজ করতে পারে। আফগানিস্তানে মানবাধিকার এবং মানবিক সঙ্কটের ক্রমবর্ধমান অবস্থার কথা বিবেচনা করে অস্ট্রেলিয়ান সরকারের উচিত লাল ফিতার বাঁধন আলগা করা এবং আফগানিস্তান ছেড়ে পালাতে মরিয়া মানুষের জন্য মানবিক ভিসাকে অগ্রাধিকার দেওয়া । তিনি আফগান আশ্রয়প্রার্থীদের জন্য আরও মানবিক ভিসা বরাদ্দ করার অনুরোধ করেছেন ।
উল্লেখ্য,২০২১ সালে অস্ট্রেলিয়া সরকার আগামী পাঁচ বছরের জন্য আফগান আশ্রয়প্রার্থীদের জন্য ২৬,৫০০ টি ভিসা বরাদ্দ করেছিল, কিন্তু এখন পর্যন্ত অনুরোধের সংখ্যা ৪০,০০০-এ পৌঁছেছে । অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র দপ্তর বলেছে যে আফগানদের জন্য মানবিক ভিসা প্রক্রিয়াকরণ স্বাস্থ্য ও নিরাপত্তা পরীক্ষার কারণে বিলম্বিত হয়েছে, কারণ তালিবান কর্মকর্তারা বায়োমেট্রিক তথ্য পরীক্ষায় আয়োজক সরকারের সাথে সহযোগিতা করছে না ।
প্রসঙ্গত,তালিবানরা দেশটির নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার পর নিরাপত্তা ও অর্থনৈতিক কারণে হাজার হাজার মানুষ দেশ ছেড়ে চলে যায় । হিউম্যান রাইটস ওয়াচ
জানিয়েছে যে তালিবানরা নারী ও মেয়েরা শিক্ষা, কাজ এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকার থেকে বঞ্চিত করেছে, তারা মিডিয়াকে সেন্সর করেছে এবং ক্রমবর্ধমান সংখ্যক সাংবাদিক ও অন্যান্য সমালোচকদের বন্দী করেছে ।।