এইদিন ওয়েবডেস্ক,ইসলামাবাদ,১৮ আগস্ট : তিহার জেলে বন্দী সন্ত্রাসী ইয়াসিন মালিকের (Yasin Malik) স্ত্রী মুশাল হুসেন মালিককে (Mashaal Hossain Malik) উপদেষ্টা হিসেবে নিযুক্ত করেছেন পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী আনোয়ারুল-হক কাকার । বৃহস্পতিবার(১৭ আগস্ট ২০২৩) তিনি শপথও নিয়েছেন । মুশালকে মানবাধিকার ও নারী বিষয়ক বিশেষ উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হয়েছে । ওই দিন প্রধানমন্ত্রীর তিন উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন মুশালসহ ৩ জন । এই প্রথম কোনও কাশ্মীরি সন্ত্রাসীর পরিবারের সদস্য পাকিস্তান সরকারের মন্ত্রীসভায় জায়গা পেলেন ।
মুশাল একজন শিল্পী,যিনি প্রায়শই তার অর্ধ-নগ্ন চিত্রকর্ম নিয়ে আলোচনায় থাকেন । জম্মু ও কাশ্মীর লিবারেশন ফ্রন্টের কমান্ডার ইয়াসিন মালিক ২০০৯ সালে ইসলামাবাদে বিয়ে করেছিলেন মুশাল হুসেন মালিককে । স্বাধীন জম্মু-কাশ্মীর গঠনের নামে বহাল তবিয়তে ভারত বিরোধী এজেন্ডা চালিয়ে যাচ্ছিল ইয়াসিন মালিক । কিন্তু দিল্লির মসনদে বিজেপির নেতৃত্বাধীন সরকার আসার পর থেকেই গোয়েন্দাদের র্যাডারে চলে আসেন তিনি । অবশেষে তাকে সন্ত্রাসবাদে তহবিল জোগানের গুরুতর অপরাধে দোষী সাব্যস্ত করা হয় । বর্তমানে তিহার জেলে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন ওই সন্ত্রাসবাদী ।
প্রসঙ্গত, পাকিস্তানি স্ত্রীকে ভারতবিরোধী প্রচারে কাজে লাগাতেন সন্ত্রাসবাদী ইয়াসিন মালিক । মুশাল হোসেন এবং ইয়াসিন মালিকের ১১ বছর বয়সী কন্যা রাজিয়া সুলতানকেও ভারত বিরোধী প্রচারের জন্য ব্যবহার করে সন্ত্রাসী রাষ্ট্র পাকিস্থান । এন আই এ ইয়াসিন মালিকের ফাঁসির দাবি জানিয়েছে আদালতে ।।