এইদিন ওয়েবডেস্ক,ডোডা,১৮ আগস্ট : বেশিরভাগ ভারতীয় মুসলমানই হিন্দু ধর্ম থেকে ধর্মান্তরিত বলে মন্তব্য করেছেন ডেমোক্রেটিক প্রগ্রেসিভ আজাদ পার্টির সভাপতি গুলাম নবি আজাদ । তিনি জম্মু-কাশ্মীরের দৃষ্টান্ত তুলে ধরে বলেছেন যে কাশ্মীর উপত্যকায় সংখ্যাগরিষ্ঠ কাশ্মীরি পণ্ডিত ইসলাম ধর্ম গ্রহণ করেছে । শুধু তাইই নয়,তিনি বলেন যে ইসলাম মাত্র ১,৫০০ বছর আগে অস্তিত্ব লাভ করে। হিন্দু ধর্ম অনেক প্রাচীন । ভারতে মুসলমান ছিল না, হিন্দুরা মুসলমান হয়েছে । জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় আয়োজিত এক জনসভায় ভাষণ দেওয়ার সময় এই মন্তব্য করেন গুলাম নবি আজাদ ।
তিনি বলেন,’যারা রাজনীতিতে ধর্মের আশ্রয় নেয় তারা দুর্বল। কিছু বিজেপি নেতা বলেছেন যে কিছু (মুসলিম) বাইরে থেকে এসেছে এবং কিছু আসেনি। বাইরে থেকে বা ভেতর থেকে কেউ আসেনি । প্রায় ১০-২০ জন মুসলমান অবশ্যই বাইরে থেকে এসেছেন, কেউ কেউ মুঘল সেনাবাহিনীতে ছিলেন।’
আজাদ বলেন,’ভারতের বাকি সব মুসলমান হিন্দু ধর্ম থেকে ধর্মান্তরিত হয়েছিল। এর উদাহরণ কাশ্মীরে পাওয়া যাবে। ৬০০ বছর আগে কাশ্মীরের মুসলমান কারা ছিল? এরা সবাই কাশ্মীরি পণ্ডিত। তারা ইসলাম ধর্ম গ্রহণ করেন ।’
গুলাম নবি আজাদ আরও বলেন,’হিন্দুরা মারা গেলে শেষকৃত্য করে। বিভিন্ন স্থানে তাদের দাহ করা হয়। তাদের ছাই ফেলে দেওয়া হয় নদীর জলে। আমরা সেই জল পান করি। জলে পোড়া ছাই তখন কে দেখে? মানুষ সেই জল পান করে। একইভাবে মুসলমানদের মাংস ও হাড় জাতির মাটির অংশ হয়ে যায়। তারাও এই ভূমির অংশ হয়ে যায়। তাদের মাংস ও হাড় ভারত মাতার মাটির অংশ হয়ে গেছে। এই ভূখণ্ডে হিন্দু- মুসলমান মিশে গেছে। তাদের মধ্যে পার্থক্য কী ?’
ভোটব্যাঙ্কের জন্য ধর্মের ব্যবহারের বিরুদ্ধে নিন্দা জানিয়ে আজাদ বলেন,’যারা রাজনৈতিক স্বার্থে ধর্মকে ব্যবহার করে তারা দুর্বল, রাজনীতিতে ধর্মকে ভোটব্যাঙ্ক হিসেবে ব্যবহার করা উচিত নয়, হিন্দু-মুসলিম নামের ভিত্তিতে ভোট দেওয়া উচিত নয় ।’।