এইদিন ওয়েবডেস্ক,মুম্বাই,১৭ আগস্ট : সানি দেওলের ছবি “গদর ২” বক্স অফিসে আলোড়ন ফেলে দিয়েছে । ছবিটি মর্যাদাপূর্ণ ৩০০ কোটি টাকা ক্লাবে প্রবেশ করেছে । পাশাপাশি দর্শকদের কাছে ব্যাপক প্রশংসিত হচ্ছে ছবিটি । ‘গদর ২’ বক্স অফিস কালেকশন আজ বৃহস্পতিবার সপ্তম তম দিনে ৩৬.৫০ কোটি হতে পারে বলে অনুমান করা হচ্ছে । ছবিটি প্রথম দিনে প্রায় ৪০ কোটি টাকা দিয়ে শক্তিশালী শুরু করে, দ্বিতীয় দিনে ৪৩.০৮ কোটি এবং তৃতীয় দিনে ৫১.৭ কোটি টাকা আয় করে। যদিও এটি চতুর্থ দিনে প্রায় ৩৯ কোটিতে নেমে যায়, কিন্তু বাউন্স করে পঞ্চম দিনে আয় করে আনুমানিক ৫৫ কোটি টাকা । ষষ্ঠ দিনে ছবিটির মোট আয় ছিল ২৬১.৩৫ কোটি টাকা ।
অনিল শর্মা পরিচালিত ছবিটি ২০০১ সালের ব্লকবাস্টার “গদর: এক প্রেম কথা” এর সিক্যুয়েল ।তারা সিং (সানি দেওল)-এর পাকিস্তান যাত্রা অনুসরণ করে তার ছেলে চরণজিৎ সিং( উৎকর্ষ শর্মা) । পাকিস্তান সেনাবাহিনীর কবল থেকে ছেলেকে উদ্ধার করতে ফের পাকিস্তানে ছুটে যান তারা সিং । মূল চলচ্চিত্রটি দেশভাগের সময়ের প্রেক্ষাপটে তৈরি । জি স্টুডিওর প্রযোজনায় সিনেমাটি ১১ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ।।