এইদিন ওয়েবডেস্ক,বেঙ্গালুরু,১৭ আগস্ট : চন্দ্রযান-৩ এর প্রোপালশন মডিউল (পিএম) থেকে সফল ভাবে বিচ্ছিন্ন হয়ে গেল ল্যান্ডার মডিউল (এলএম) । বিচ্ছিন্ন হওয়ার পর পিএমকে ধন্যবাদ জানিয়ে বিক্রম ল্যান্ডার (এল এম) বলেছে,‘যাত্রার জন্য ধন্যবাদ, সাথী !’ এই খবর জানিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা(ইসরো) । ইসরোর অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে লেখা হয়েছে, ডিবুস্টিং পরিকল্পনা অনুযায়ী আগামীকাল ভারতীয় সময় বিকেল ৪ টে নাগাদ এলএমকে একটি সামান্য নিম্ন কক্ষপথে নামনোর জন্য সেট করা হয়েছে ৷
অন্য একটা টুইটে ইসরো জানিয়েছে, চন্দ্রযান-৩ মিশন : ইতিমধ্যে প্রপালশন মডিউল মাস/বছর ধরে বর্তমান কক্ষপথে তার যাত্রা অব্যাহত রাখবে । শেপ পেলোড পৃথিবীর বায়ুমণ্ডলের বর্ণালী অধ্যয়ন করবে এবং পৃথিবীর মেঘের মেরুকরণের বৈচিত্র পরিমাপ করবে । সৌরমণ্ডলের বাইরে আমাদের বাসযোগ্য জায়গার সন্ধান করবে ।’ ইসরো জানিয়েছে, এই পেলোডটি বেঙ্গালুরুর ইউ আর রাও স্যাটেলাইট সেন্টার এবং ইসরোর দ্বারা যৌথভাবে তৈরি করা হয়েছে ।।