এইদিন ওয়েবডেস্ক,কেপ ভার্দে,১৭ আগস্ট : পশ্চিম আফ্রিকায় সমুদ্রে ভাসমান নৌকায় অন্তত ৬০ জন অভিবাসীর মৃত্যু হয়েছে । কেপ ভার্দের সাল দ্বীপের উপকূলে আটলান্টিক মহাসাগরে এই দূর্ঘটনায় শিশুসহ ৩৮ জনকে উদ্ধার করা হয়েছে । ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের (আইওএম) একজন মুখপাত্র জানিয়েছেন, জীবিতদের মধ্যে ১২ থেকে ১৬ বছর বয়সী চার শিশু রয়েছে । এক মাসেরও বেশি সময় ধরে সমুদ্রে ভাসতে থাকা নৌকাটিতে থাকা প্রায় সবাই সেনেগাল থেকে এসেছে বলে মনে করা হচ্ছে । কেপ ভার্দের কর্মকর্তারা আরও প্রাণহানি রোধে অভিবাসনের বিষয়ে বিশ্বব্যাপী পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন ।
কেপ ভার্দে পুলিশ জানিয়েছে, সোমবার নৌকাটিকে প্রথম দেখা যায় । প্রাথমিক রিপোর্টে নৌকাটি ডুবে গিয়েছিল বলে ধারণা করা হলেও পরে জানা যায় যে সেটি সাগরে ভেসে ছিল । সাল দ্বীপ থেকে প্রায় ৩২০ কিলোমিটার দূরে কাঠের পিরোগ আকৃতির ওই নৌকাটিকে প্রথম দেখতে পায় একটি স্প্যানিশ মাছ ধরার নৌকা । তারাই স্থানীয় থানার পুলিশকে খবর দেয় ।
সেনেগালের বিদেশ মন্ত্রণালয় মঙ্গলবার বলেছে, গত ১০ জুলাই ১০১ জন যাত্রীকে নিয়ে নৌকাটি সেনেগালের মাছ ধরার গ্রাম ফাসে বোয়ে ছেড়ে যায় । তারপর ঢেউয়ের তোড়ে গভীর সমুদ্রে হারিয়ে যায় নৌকাটি । সেনেগালিজ নাগরিকদের প্রত্যাবাসনের ব্যবস্থা করার জন্য কেপ ভার্দে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হচ্ছে বলে জানিয়েছে বিদেশ মন্ত্রণালয় ।
সাল দ্বীপপুঞ্জটি পশ্চিম আফ্রিকার উপকূল থেকে প্রায় ৬০০ কিলোমিটার দূরে এবং ক্যানারি দ্বীপপুঞ্জের অভিবাসন রাস্তায় অবস্থিত । আইওএম- এর মতে, এটি অভিবাসীদের জন্য সবচেয়ে বিপজ্জনক যাত্রাপথগুলোর মধ্যে অন্যতম ।।