এইদিন ওয়েবডেস্ক,বেঙ্গালুরু,১৭ আগস্ট : আজ বৃহস্পতিবার চন্দ্রযান-৩ মিশনের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ দিন । কারন আজকেই চন্দ্রযান ৩-এর মুন ল্যান্ডারকে প্রপালশন কিট থেকে আলাদা করা হবে এবং এর পরে উভয়ই চাঁদকে নির্দিষ্ট কক্ষপথে পরিভ্রমণ করবে । আগমী ২৩ শে আগস্ট ল্যান্ডারটি চাঁদে নরম অবতরণ করবে, যেখানে প্রপালশন মডিউল চাঁদকে প্রদক্ষিণ করতে থাকবে । ইসরোর পরিকল্পনা অনুযায়ী সাফল্য এলে ভারতের মহাকাশ উচ্চাকাঙ্ক্ষাকে বহু গুণ বাড়িয়ে তুলবে । মহাকাশ গবেষণার ইতিহাসে জায়গা করে নেবে ভারত ।
বুধবার (১৬ আগস্ট ২০২৩) ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) জানিয়েছিল যে চন্দ্রযান-৩ মহাকাশযানটি সফলভাবে পঞ্চম এবং চূড়ান্ত চন্দ্র কক্ষপথের কৌশলের মধ্য দিয়ে গেছে । ‘আই এস টি আর এসি/ইসরো বেঙ্গালুরু থেকে কক্ষপথ-উত্থাপন কৌশল (পৃথিবী-বাউন্ড পেরিজি ফায়ারিং) সফলভাবে সম্পাদিত হয়েছে’ বলে অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে জানিয়েছিল ইসরো ।
চন্দ্রযান-৩ থেকে ল্যান্ডারটিকে আলাদা করার জন্য আজকের দিন নির্দিষ্ট করা হয়েছে । সূক্ষ্মভাবে পরিকল্পিত ডি-বুস্ট কৌশলগুলি বিক্রমকে ৩০ কিলোমিটারের একটি পেরিলুন (চাঁদের নিকটতম বিন্দু) এবং ১০০ কিলোমিটারের একটি অ্যাপুলুন (চাঁদ থেকে সবচেয়ে দূরবর্তী বিন্দু) দ্বারা চিহ্নিত একটি কক্ষপথে স্থাপন করবে বলে অনুমান করা হচ্ছে । এই নির্দিষ্ট অরবিটাল কনফিগারেশন থেকেই চূড়ান্ত অবতরণ প্রচেষ্টা গ্রহণ করা হবে । এরপর আগামী ২৩ আগস্ট চন্দ্রপৃষ্ঠে নরম অবতরণের পর ছয় চাকার রোভারটি চন্দ্র পৃষ্ঠে এক চান্দ্র দিনের জন্য পরীক্ষা-নিরীক্ষা চালাবে, যা পৃথিবীর হিসাবে ১৪ দিনের সমান । কিন্তু নরম অবতরণ সহজ কাজ নয়, কারণ রুক্ষ এবং সূক্ষ্ম ব্রেকিংয়ের সমন্বয়ে একাধিক জটিল কৌশল জড়িত রয়েছে এই মিশনে । ভারত সহ গোটা বিশ্বের নজর রয়েছে ইসরোর চন্দ্রযান-৩ মিশনের উপর ।।