এইদিন ওয়েবডেস্ক,ইম্ফল,১৭ আগস্ট : সম্প্রতি মণিপুরে কুকি এবং মেইতি সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক সংঘর্ষে রাজ্য জুড়ে কার্যত ধ্বংসযজ্ঞ চলে । তারপর থেকে রাজ্যে শান্তি ফেরাতে চলছে ব্যাপক ধরপাকড় অভিযান শুরু হয়েছে রাজ্যে । পাশাপাশি চলছে বেআইনি আগ্নেয়াস্ত্রের সন্ধান ।
বিগত ৪৮ ঘন্টায় রাজ্যে বেশ কয়েকটি জায়গায় হানা দিয়ে প্রচুর গোলাবারুদ উদ্ধার করেছে পুলিশ । বুধবার মণিপুর পুলিশ কন্ট্রোল রুম জানিয়েছে, উদ্ধার হয়েছে মোট ১৭ 1টি আগ্নেয়াস্ত্র এবং অর্ধ ডজন হ্যান্ড গ্রেনেড ।
পুলিশ জানিয়েছে,গোপন সূত্র থেকে খবর পেয়ে বুধবার ইম্ফলের পশ্চিম এবং কাংপোকপির আন্তঃজেলার টুইকুন গ্রামের কাছে ফায়েং এবং কাদাংবন্দের আপুনলোক খালের পার্শ্ববর্তী অঞ্চলে সম্মিলিত রাষ্ট্রীয় বাহিনী তল্লাশি অভিযান চালিয়েছিল । সেই সময় ৩ টি পিস্তল,২ টি পিস্তল ম্যাগাজিন,১ টি ৯ মিমি কার্বাইন সাব-মেশিনগান (এসএমজি),৬ টি এইচই-৩৬ হ্যান্ড গ্রেনেড,১০ টিউব লঞ্চিংসহ কিছু বিস্ফোরক উদ্ধার হয়েছে । ওই সমস্ত গোলাবারুদ ফায়েং কাদাংবন্দের আপুনলোক খালের পশ্চিম দিকের কোণে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ । এর আগের দিন অর্থাৎ গত ১৫ আগস্ট বিষ্ণুপুর এবং কাংপোকপি জেলার দাঙ্গা কবলিত এলাকা থেকে ১১ টি আগ্নেয়াস্ত্র ও ৭৮ টি গোলাবারুদ উদ্ধার করেছিল পুলিশ ।।
তথ্যসূত্র ও ছবি : সৌজন্যে নর্থইস্ট নাউ ।