এইদিন ওয়েবডেস্ক,ইম্ফল,১৭ আগস্ট : সাম্প্রতিক জাতিগত হিংসায় বাস্তুচ্যুতদের জন্য “এক পরিবার এক জীবিকা” প্রকল্প ঘোষণা করেছেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং । মুখ্যমন্ত্রী বলেন,’সরকার বাস্তুচ্যুতদের বাড়িতে ফেরাতে পদক্ষেপ নিয়েছে । যেসব জায়গায় এখন পুনর্বাসন সম্ভব নয়, সেখানে বাস্তুচ্যুতদের স্থানান্তর করার জন্য অস্থায়ী বাড়ি তৈরি করা হচ্ছে ।’ বীরেন সিং বলেছেন, ‘যাদের আয়ের কোন উৎস নেই তাদের জন্য “এক পরিবার এক জীবিকা” প্রকল্পের অধীনে জীবিকা নির্বাহের একটি উৎস প্রদানের জন্য সরকার কমিটিও গঠন করেছে । সরকার ক্ষতিগ্রস্থদের পুনর্বাসন এবং শীঘ্রই রাজ্যে স্বাভাবিকতা আনতে প্রতিশ্রুতিবদ্ধ । “এক পরিবার এক জীবিকা” প্রকল্পটি মণিপুর সরকারের একটি স্বাগত উদ্যোগ। যারা সহিংসতার কারণে বাস্তুচ্যুত হয়েছে তাদের আয়ের একটি অত্যাবশ্যকীয় উৎস প্রদানে এটি সাহায্য করবে। এই প্রকল্পটি রাজ্যের অর্থনীতিকে চাঙ্গা করতে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিতেও সাহায্য করবে ।’
প্রসঙ্গত,সম্প্রতি মণিপুরে জাতিগত হিংসায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চলে রাজ্য জুড়ে । সংঘর্ষে ১৬০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে এবং ৬০,০০০ জনেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে । পাশাপাশি সরকারি ও বেসরকারি সম্পত্তির উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে । এর আগে স্বাধীনতা দিবসের ভাষণে মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং রাজ্যে শান্তি ও স্বাভাবিকতা পুনরুদ্ধারের জন্য যুদ্ধরত কুকি এবং মেইতি সম্প্রদায়ের কাছে আবেদন করেন । তিনি রাজ্যে শান্তি ও স্বাভাবিকতা ফিরিয়ে আনার জন্য “ক্ষমা এবং ভুলে যাওয়ার” (forgive and forget)পদ্ধতি অবলম্বন করার আহ্বান জানান । তিনি বলেন,’ যা ঘটেছিল তা ক্ষমা করুন এবং ভুলে যান ।’ পাশাপাশি হিংসা পরিহার করে দুই জনগোষ্ঠী কুকি এবং মেইতি সম্প্রদায়ের মধ্যে ঐক্যের আহ্বান জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী ।।