এইদিন ওয়েবডেস্ক,রিয়াধ,১৭ আগস্ট : বিশ্বী শরীফ নাজি নাসিফকে মৃত্যুদণ্ড দিয়েছে সৌদি আরব । মার্কিন নাগরিক নাসিফের বিরুদ্ধে তার পিতাকে নির্যাতন ও হত্যার দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে বলে জানা গেছে । এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের রাজধানী রিয়াদ শহরে ১৬ আগস্ট বুধবার এই মার্কিন নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
অভিযোগ, নাসিফ তার মিশরীয় বাবাকে মারধরের পর শ্বাসরোধ করে হত্যা করে এবং তারপর তার শরীরের বিভিন্ন অংশ কেটে ফেলে । এছাড়া নাসিফের বিরুদ্ধে মাদক সেবনের সময় অন্য একজনকে হত্যার চেষ্টার অভিযোগও আনা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, এই মৃত্যুদণ্ডের প্রকৃতি সম্পর্কে তথ্য দেয়নি সৌদি কর্তৃপক্ষ, তবে সৌদি আরব অতীতে আসামীদের শিরশ্ছেদ করে মৃত্যুদণ্ড কার্যকর করেছিল,তাই নাসিফেরও একই পরিনতি হয়েছে বলে মনে করা হচ্ছে ।
প্রসঙ্গত,মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য সর্বদা সমালোচিত হয় সৌদি আরব । মানবাধিকার গোষ্ঠীগুলি বলছে যে মৃত্যুদণ্ড কার্যকর করা সৌদি আরবের অর্থনৈতিক ও সামাজিক সংস্কারের এজেন্ডা প্রদর্শনের প্রচেষ্টাকে দুর্বল করে । সৌদি ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস এবং যুক্তরাজ্যভিত্তিক আরেকটি গ্রুপের মতে,২০১৫ সালে বাদশাহ সালমান সৌদি আরবে ক্ষমতা গ্রহণের পর দেশটিতে এক হাজারেরও বেশি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে ।।