এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৬ আগস্ট : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা অনার্সের প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলের এ-২ ব্লক থেকে পড়ে মৃত্যুর ঘটনায় আরও ৬ জনকে গ্রেফতার করেছে লালবাজার থানার পুলিশ । ধৃতদের মধ্যে ৩ জন বর্তমান ও ৩ জন প্রাক্তনী বলে জানা গেছে । স্বপ্নদীপের মৃত্যুর পর প্রথমেই গ্রেফতার হন ওই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মেদিনীপুরের চন্দ্রকোনার বাসিন্দা সৌরভ চৌধুরী । পরে সৌরভের দুই সঙ্গী দীপশেখর দত্ত (১৯), মনোতোষ ঘোষ (২০) নামে আরও দুই পড়ুয়াকে ১৩ আগস্ট সকালে গ্রেফতার করা হয় । ধৃত দীপশেখরের বাড়ি বাঁকুড়ায়। মনোতোষ হুগলির আরমবাগের বাসিন্দা । দু’জনেই আর্টসের ছাত্র সংগঠন ‘ফোরাম ফর আর্টস স্টুটেন্ডসের’ সক্রিয় সদস্য বলে জানা গেছে । এরপর মঙ্গলবার ৬ জনকে প্রথমে বাড়ি থেকে আটক করে লালবাজারে আনা হয়, রাতভর জিজ্ঞাসাবাদ করার পর তাদের গ্রেফতার করেন কলকাতা পুলিশের হোমিসাইড শাখার আধিকারিকরা । স্বপ্নদীপ কুণ্ডু মৃত্যু মামলায় এনিয়ে মোট ৯ জনকে গ্রেফতার করা হল ।
জানা গেছে,পুলিশ তদন্তে জানতে পেরেছে যে বিশ্ববিদ্যালয়ের মেইন হস্টেলে সব মিলিয়ে মোট ২০ জন প্রাক্তনী থাকতেন । ঘটনার পর ঘর খালি করে দিয়ে তারা চলে যায় । মৃত স্বপ্নদীপ কুণ্ডুকে ‘র্যাগিং’-এর পিছনে তাদের কোনো ভূমিকা ছিল কিনা তা জানতে পলাতক প্রাক্তনীদের ডেকে পুলিশ জিজ্ঞাসাবাদ করবে বলে জানা গেছে । এদিকে দিনের পর দিন এত সংখ্যক প্রাক্তনীকে কেন বিশ্ববিদ্যালয়ের মেইন হস্টেলে থাকার অনুমতি দেওয়া হল, তানিয়েও প্রশ্ন উঠছে । এই মামলায় বুধবার বিশ্ববিদ্যালয়ের দুই আধিকারিককেই পুলিশ জিজ্ঞাসাবাদ করতে চলেছে বলে খবর । পাশাপাশি মঙ্গলবার রাতে ধৃত ৬ জনকে এদিন আদালতে তোলার কথা রয়েছে ।।