এইদিন ওয়েবডেস্ক,লাহোর,১৬ আগস্ট : মার্কিন স্ত্রীকে খুন করে কবরস্থ করার সময় হাতেনাতে গ্রেফতার হল এক পাকিস্তানি ব্যক্তি । পাকিস্তানের লাহোর শহরের ঘটনা । শনিবার কাজিম কামাল খান নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর । পুলিশ বলছে, স্ত্রীকে হত্যা করে তাঁকে কবর দিতে চেয়েছিলেন কাজিম । কাজিম কামালের স্ত্রীর নাম ডায়ানা ক্রিস্টো খানন(৫০)। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক । গ্রেপ্তারের পর পুলিশের জিজ্ঞাসাবাদে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন ওই ব্যক্তি ।
পাকিস্তান পুলিশ জানিয়েছে,কাজিম কামাল কর্মসূত্রে আমেরিকায় থাকতো । সেখানেই ডায়ানা ক্রিস্টোর সাথে প্রেম বিবাহ করে সে । কিন্তু আমেরিকায় ৯/১১ সন্ত্রাসী হামলার পর কাজিম কামালকে পাকিস্তানে ফেরত পাঠিয়ে দেওয়া হয় ।যেকারণে তিনি তাঁর মার্কিন স্ত্রী ও সন্তানদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন । সম্প্রতি তিনি অসুস্থতার কথা বলে স্ত্রীকে পাকিস্তানে আনেন বলে অভিযোগ । স্থানীয় পুলিশ আধিকারিক মুহাম্মদ নাদিম বলেছেন,শনিবার থানায় খবর আসে যে এক ব্যক্তি ধর্মীয় আচার না মেনেই মৃতদেহ কবরস্থ করছে । খবর পেতেই পুলিশ কবরস্থানে যায়। সেখানে পুলিশ দেখতে পায়,মহিলার দেহটি সম্পূর্ণ উন্মুক্ত অবস্থায় রাখা রয়েছে। এতে সন্দেহ হয় । পুলিশ কাজিম কামালকে চেপে ধরতেই সে খুনের কথা কবুল করে । এরপর তাকে গ্রেফতার করে মহিলার মৃতদেহটি উদ্ধার করা হয় । পরে ময়নাতদন্তের জন্য মৃতদেহ হাসপাতালে পাঠানো হয় ।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, ডায়ানা ক্রিস্টো খানের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তাঁর কাঁধেও কালশিটে দাগ রয়েছে। ঠিক কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হতে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ।।