এইদিন ওয়েবডেস্ক,পাটনা,১৬ আগস্ট : অপরাধীদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে নীতিশ কুমার শাসিত রাজ্য বিহার । প্রতিদিনই কোনো না কোনো অপরাধের ঘটনা সামনে আসছে । এবারে গরু পাচার রুখতে গিয়ে খুন হতে হল এক পুলিশ আধিকারিককে । বিহারের সমষ্টিপুর জেলার মোহনপুর এলাকার ঘটনা । বেআইনিভাবে গরু পাচার রুখতে গেলে মোহনপুরবে ওপি এসএইচও নন্দ কিশোর যাদবকে লক্ষ্য করে দুর্বৃত্তরা এলোপাথাড়ি চালায় । গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে সমষ্টিপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয় । অবস্থার অবনতি হওয়ায় তাঁকে রাজধানী পাটনায় নিয়ে যাওয়া হয়েছিল । কিন্তু পাটনায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় নন্দ কিশোর যাদবের ।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে,স্থানীয় সূত্র থেকে গরু পাচার ও লুটপাটের খবর পান মোহনপুর ওপি নন্দ কিশোর যাদব । তিনি পুলিশবাহিনী নিয়ে সেখানে হানা দেন । শাহওয়াজপুর বাইপাস রোডের কাছে পিকআপ ভ্যানে করে গরু পাচারকারীদের যেতে দেখে তিনি ধাওয়া করেন । তখন গরু পাচারকারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে। পুলিশও পাল্টা গুলি চালায়। সেই সময় গরু পাচারকারীদের ছোড়া একটি গুলি নন্দ কিশোর যাদবের চোখে এসে লাগে । ঘটনাস্থলেই তিনি রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন । এরপর তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । কিন্তু শেষ রক্ষা হয়নি ।।