জীবন জুড়ে যুদ্ধ শুধুই সময় যায় গড়িয়ে;
দেশের চাকা সচল তবু আশা যায় ফুরিয়ে।
একটা দড়ি আর একটা বাঁশে বাঁধা পতাকা
দেখি আমার স্বাধীনতা উড়ছে হেথা হোথা।
মাইক আর চেয়ার টেবিলে, ভাষণ বাজি শুধু
পত পত করে উড়ছে তিরঙ্গা, চারিদিক ধূ ধূ।
ক্ষুধার জ্বালায় আজও শিশু রাস্তায় থাকে পড়ে
স্বার্থপরের দুনিয়ার ছবি স্পষ্ট মোড়ে মোড়ে।
যার আছে সেই সব পায় এ যেন কেমন প্রহসন
শোষণ আর বঞ্চনায় আজও অতিষ্ট দেশের জনগন।
যোগ্য অযোগ্যতার যেখানে বিচার হয় টাকায়
ভোট প্রহসন আর ধান্দাবাজরা জিতে নির্দ্বিধায়।
স্বাধীনতার অমৃত মহোৎসব চলছে দেশ জুড়ে
জাতির নামে আজও কেন দাঙ্গা শহরে শহরে!
কত শহীদের রক্তে ঘুচেছে আমাদের পরাধীনতা
বাস্তব বলছে হয়তো চাই আর একটা স্বাধীনতা।
অন্ন, বাসস্থান ও শিক্ষা আজও আছে ফিকে
এ কেমন স্বাধীনতা দেখনদারি শুধু চারিদিকে।
জাতি দাঙ্গার রাজনীতি থেকে মুক্ত হবে যেদিন
স্বার্থ হবে পালিত এই স্বাধীনতার জন্মদিন।।