এইদিন ওয়েবডেস্ক ,ভাতার(পূর্ব বর্ধমান),২৩ এপ্রিল : কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের কড়া নজরদারির কারনে বৃহস্পতিবার ভোট পর্ব শান্তিতেই মিটেছিল । এদিকে রাত কাটতেই শুক্রবার সকালে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার ভুমশোর গ্রামের কাছে মাঠের মধ্যে বেশ কয়েকটি তাজা বোমা পড়ে থাকতে দেখতে পেল স্থানীয় বাসিন্দারা । পরে খবর পেয়ে বোমাগুলি উদ্ধার করে আনে পুলিশ । এদিন বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় ।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভুমশোর ও বামশোর গ্রামের মধ্যে যাতায়তের জন্য একটি ঢালাই রাস্তা রয়েছে । এদিন সকালে ওই রাস্তার মাঝামাঝি জায়গায় ধানজমির পাশে একটি পলিথিন প্যাকেট দেখতে পান স্থানীয় বাসিন্দারা । প্যাকেটের উপরি অংশ খোলা থাকায় বোমাগুলিকে দেখা যাচ্ছিল বলে জানিয়েছেন গ্রামবাসীরা । তারপরেই গ্রামের লোকজনের কাছ থেকে খবর পেয়ে ভাতার থানার পুলিশ গিয়ে বোমাগুলি উদ্ধার করে আনে । প্যাকেটের মধ্যে ৫ টি তাজা বোমা রাখা ছিল বলে পুলিশ সুত্রে জানা গেছে । পুলিশ প্রথমে বোমাগুলিতে জল ঢেলে নিষ্ক্রিয় করার চেষ্টা করে । পাশাপাশি বোম্বস্কোয়াডকে খবর দেয় পুলিশ ।।