এইদিন ওয়েবডেস্ক,কাবুল,১৫ আগস্ট : তালিবান আসার আগে আফগানিস্তান রিলোকেশন অ্যান্ড অ্যাসিসট্যান্স প্রোগ্রাম (এআরএপি) এর অধীনে যুক্তরাজ্যে বেশ কিছু পড়ুয়াদের স্নাতক করার জন্য পাঠানো হয়েছেল । এখন তাদের প্রত্যেকের কোর্স শেষের মুখে । সন্ত্রাসী সংগঠন তালিবানের ভয়ে তারা আর আফগানিস্তানে ফিরে যেতে চাননা । কিন্তু স্নাতক কোর্স সম্পূর্ণ হয়ে যাওয়ার পর ব্রিটিশ সরকার তাদের দেশে ফেরত পাঠাতে পারে,এই আতঙ্কে দিন কাটছে ওই সমস্ত ছাত্রছাত্রীদের । যুক্তরাজ্যে বসবাসকারী ওই সমস্ত আফগান পড়ুয়ার ভাগ্য এখন অজানা ভবিষ্যতের মুখোমুখি । তবে ঠিক কত সংখ্যায় আফগান পড়ুয়া ব্রিটেনে রয়েছে তা জানা যায়নি । তারা চায় ব্রিটিশ সরকার তাদের লেখাপড়া শেষে এদেশেই থাকার সুযোগ করে দিক।
এদিকে ব্রিটিশ কর্মকর্তারা বলেছেন যে তারা শিক্ষার্থীদের অনুরোধ পর্যালোচনা করছেন, তবে আফগান শিক্ষার্থীরা পড়াশোনা শেষে দেশে থাকবে কিনা সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন, আফগানিস্তানের নিরাপত্তা হুমকির কারণে আফগান শিক্ষার্থীদের ব্রিটেনেই বসবাসের সূযোগ করে দেওয়া উচিত । তারা ভারতের দৃষ্টান্ত তুলে ধরে জানান,এক্ষেত্রে ভারত মানবিক ভাবে বিষয়টি দেখেছিল । এই কারনে পড়াশোনা করতে আসা পড়ুয়া ও প্রশিক্ষণ নিতে আসা আফগান সেনাদের আফগানিস্তানে ফিরে যেতে বাধ্য করেনি নয়াদিল্লি ।।