এইদিন ওয়েবডেস্ক,মস্কো,১৫ আগস্ট : রাজধানী মস্কো থেকে ১,৬০০ কিলোমিটার দূরে দক্ষিণ রাশিয়ার ড্যাগেস্তানে পেট্রোল পাম্পে বিস্ফোরণের ৩ শিশুসহ ২৫ জনের মৃত্যু হয়েছে । আহত হয়েছে আরও অন্তত ৬০ জন । সোমবার রাত্রি ৯টা ৪০ মিনিট নাগাদ এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে ৷ বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক । ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ।
রাশিয়ার সংবাদসংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, প্রায় সাড়ে ছয় হাজার বর্গ ফুট এলাকায় আগুন লেগেছে। তা আরো ছড়াতে পারে । যেকারনে আরো বিস্ফোরণের সম্ভাবনাও উড়িয়ে দেয়া যাচ্ছে না।
প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী,পেট্রোল পাম্পের উল্টো দিকে পার্কিংয়ে রাখা একটি গাড়িতে প্রথম আগুন লাগে । সেখান থেকে আগুন পেট্রোল পাম্পে ছড়িয়ে পড়লে বিকট শব্দে বিস্ফোরণ হয় । দ্রুত সেই আগুন আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে । বিস্ফোরণের পর জরুরি পরিষেবার ২৬০ জন সদস্যকে ঘটনাস্থলে পাঠানো হয় । তারপর হেলিকপ্টার ও বিমানে করে আহতদের মস্কোতে নিয়ে আসা হয়েছে ।।