এইদিন ওয়েবডেস্ক,বর্ধমান,১৪ আগস্ট : বর্ধমান শহরের কানাইনাটশাল এলাকার বেলারানী প্রাথমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং রক্তের গ্রুপ চিহ্নিতকরণ শিবিরের আয়োজন করল ‘শ্রী : সবুজের অভিযান’ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা । আজ সোমবার স্কুল চত্বরে আয়োজিত এই শিবিরে নার্সারি থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত ৮৯ জন পড়ুয়াদের দাঁতের স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং ৭৬ জন ছাত্রছাত্রীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয় । বর্ধমান রেডক্রস সোসাইটির সহযোগিতায় রক্তের গ্রুপ চিহ্নিতকরণ এবং বিশিষ্ট দন্ত চিকিৎসক ডঃ আশিস ব্যানার্জি শিশুদের দাঁতের স্বাস্থ্য পরীক্ষা করেন বলে জানিয়েছেন সংস্থার কর্মকর্তারা ।
এদিনের বিশেষ এই শিবিরে উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক শিক্ষিকা,বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সংস্থার সদস্যরা । ভবিষ্যতেও এই ধরনের উদ্যোগ নেওয়া হবে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে ।।