এইদিন ওয়েবডেস্ক,ইসলামাবাদ,১৪ আগস্ট : সোশ্যাল মিডিয়ায় সেনাবাহিনী, দেশের পূর্বতন সরকারের সমালোচনা এবং ইমরান খানকে সমর্থন করায় সাংবাদিকসহ ১১ জনের টিভি চ্যানেলে উপস্থিতির উপর নিষেধাজ্ঞা জারি করেছে পাকিস্তানের ইলেক্ট্রনিক মিডিয়া সুপারভাইজরি বডি । পাকিস্তান ইলেক্ট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি (পিইএমআরএ) সিন্ধু হাইকোর্টের সিদ্ধান্তের উদ্ধৃতি দিয়ে ১২ আগস্ট শনিবার এই নির্দেশ জারি করেছে । নির্দেশে বলা হয়েছে যে এই ধরনের লোকেরা টেলিভিশনে উপস্থিত হওয়ার মতো নির্দিষ্ট অধিকার উপভোগ করতে পারে না । ওই তালিকায় সাবের শাকের, মুভড পীরজাদেহ, ওয়াজত সাইদ খান, শাহীন সোহবাই, আদেল ফারুক রাজা, আলী নওয়াজ আওয়ান, মুরাদ সাঈদ এবং হাম্মাদ আজহারের নাম অন্তর্ভুক্ত রয়েছে।
পাকিস্তানের ইলেক্ট্রনিক মিডিয়া সুপারভাইজরি অথরিটি এই সিদ্ধান্ত লঙ্ঘনের ক্ষেত্রে নিউজ চ্যানেলগুলিকে বড় ধরনের জরিমানা করা হবে বলে সতর্ক করে দিয়েছে ।
প্রসঙ্গত,সাংবাদিক শাকের, পীরজাদা, সাঈদ খান এবং সোহবাই পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থক বলে পরিচিত । যুক্তরাজ্যের বাসিন্দা পাকিস্তানি সেনাবাহিনীর প্রাক্তন সদস্য আদিল ফারুক রাজা ইমরান খানের সাথে আচরণের জন্য সেনাবাহিনীর কঠোর সমালোচনা করেছেন । এর আগে, পাকিস্তানের ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি দেশটির টেলিভিশন স্টেশনগুলোকে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বক্তৃতা সরাসরি সম্প্রচার না করার নির্দেশ দিয়েছিল ।।